Page 1 of 1

বাংলাদেশের বনজ সম্পদ

Posted: Sat Oct 10, 2020 1:48 pm
by Jahidhasan
কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের বনভূমি মোট ভূমির ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছিল।
অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি – পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বণভূমি (প্রায় ১২,০০০ বর্গকিলোমিটার)
বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন – চকোরিয়া কক্সবাজার
বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি – সুন্দরবন
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন – সুন্দরবন
বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি – চট্টগ্রাম বিভাগে
বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি – রাজশাহী বিভাগ
জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে – বাগেরহাট জেলায়
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বণভূমি আছে – ৭টি – বাগেরহাট, সাতক্ষীরা, খূলনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার।
বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই – ২৮ জেলায়
উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প গড়ে তোলা হয়েছে – ১০টি জেলায়
বাংলাদেশের প্রথম জাতীয় বননীতি গৃহীত হয় – ১৯৭২ সালে
বাংলাদেশের সামাজিক বনায়নের কাজ শুরু হয় – ১৯৮১ সালে
জাতীয় বৃক্ষরোপণ শুরু হয় – ১৯৭২ সালে
জাতীয় বৃক্ষমেলা প্রবর্তন করা হয় – ১৯৯৪ সালে
বাংলাদেশের পরিবেশনীতি ঘোষণা করা হয় – ১৯৯২ সালে
বাংলাদেশের উচ্চতম বৃক্ষ – বৈলাম
দ্রুততম বৃদ্ধি সম্পন্ন গাছ – ইপিল ইপিল
নেপিয়ার – এক ধরনের ঘাস
সূর্যকন্যা বলা হয় – তুলা গাছকে
পরিবেশের জন্য ক্ষতিকর গাছ – ইউক্যালিপটাস
পঁচাব্দী গাজী বিখ্যাত – বাঘ শিকারের জন্য
বনাঞ্চল থেকে সংগৃহিত কাঠ ও লাকড়ি – দেশের মোট জ্বালানির ৬০% পূরণ করে
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অবস্থিত ঢাকার মতিঝিলে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত চট্টগ্রামের ষোলোশহরে।

সম্প্রতি বনজ সম্পদ
বাংলাদেশের বনভূমি মোট ভূমির – ১৭.৬২% / ১৩.২৩%
বিশ্ব বনভূমির রিপোর্ট -২০১১ মতে, বাংলাদেশের বনভূমি মোট ভূমির – ১১%