Page 1 of 1

বাংলা সাহিত্যে বিখ্যাত কিছু পঙক্তি ও তার বক্তা

Posted: Tue Oct 06, 2020 1:37 pm
by rajib
১.জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর ------ স্বামী বিবেকানন্দ।
২.নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? ------- রামনিধি গুপ্ত (টপ্পা গান)।
৩.কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। ------- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৪.আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ------- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৬.বাচতে হলে লাঙল ধর রে, এবার এসে গায়। -------- শেখ ফজলুল করিম।
৭.ফুল ফুলতুলতুল গা ভেজা শিশিরে বুলবুল মশগুল কার গান গাহিরে ---------- কালী প্রসন্ন ঘোষ।
৮.কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ ------- কৃষ্ণচন্দ্র মজুমদার।
৯.ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই -------- যতীন্দ্রমোহন বাগচী।
১০.জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে? ------- মাইকেল মধূসূদন দত্ত।
১১.বহু দেশে দেখিয়াছি নদ-দলে, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জ্বলে ------ মাইকেল মধূসূদন দত্ত।
১২.মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধূলা খাটি সোনার চেয়ে খাটি। ---------- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৩.জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও, ক্ষুধার লাগি দুটি যদি জোটে ফুল কিনে নেও হে অনুরাগী। -------------------- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৪.ছিপখান তিন দাড় তিনজন মাল্লা, চৌপর দিন ভর দ্যায় দূর পাল্লা। ------------------ সত্যেন্দ্রনাথ দত্ত।
১৫.কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌছে ভোরে। -------------------------সুকান্ত ভট্টাচার্য।
১৬.এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ------------- সুকান্ত ভট্টাচার্য।
১৭.এমন যদি হতো, ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মতো। ---------------- সুকুমার বড়ুয়া।
১৮.লোকে কয়, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে? বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে ---------------- সুকুমার রায়।
১৯. স্বাধীনতা তুমি কোমল জায়নামাজের উদার জমিন। ---------------- শামসুর রহমান।
২০.মেঘ বৃষ্টি আলোর দেশে, নদী চলে জমীন ঘেষে। ------------------------------- ফখরুল আহমদ।
২১.রইব না আর ঘরের কোনে, বাহির হব দূর ভবনে। ------------------ গোলাম মোস্তফা।