Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3606
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
১৮৮০ সালে ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলীম নারী জাগরণের অগ্রদূত। তিনি ১৯১১ সালে কলকাতায় ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করেন ‘আঞ্জমান খাওয়াতিনে ইসলাম’। তার নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয় ‘রোকেয়া ছাত্রীনিবাস’। ১৯৩২ সালে ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
বাংলা সাহিত্যে অবদান
প্রবন্ধ – মতিচুর: তার প্রথম গ্রন্থ।
উপন্যাস – অবরোধবাসিনী: লেখিকার শ্রেষ্ঠ গ্রন্থ।
পদ্মারাগ।
সুলতানার স্বপ্ন।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৬)
-রংপুর
২.রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান – (শ্রম মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক:০৫)
-১৮৮০ সালে
৩.রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৪)
-৯ ডিসেম্বর
৪.৯ ডিসেম্বর – (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৭)
-রোকেয়া দিবস
৫.এই লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত – (২৯ তম বিসিএস)
-রোকেয়া সাখাওয়াত হোসেন
৬.বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন – (বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক:০৬)
-নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
৭. বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন – (তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসার:০৩)
-সমাজে প্রচলিত কুসংস্কারের বিরূদ্ধে
৮.বেগম রোকেয়ার রচনা কোনটি? (১১ তম বিসিএস)
-অবরোধবাসিনী
৯.বেগম রোকেয়ার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
-মতিচুর
১০.বেগম রোকেয়ার রচনা কোনটি? (থানা শিক্ষা অফিসার:০৪)
-মতিচুর
১১.’মতিচুর’ গ্রন্থের রচয়িতা কে? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৪)
-বেগম রোকেয়া
১২. বেগম রোকেয়া রচিত গ্রন্থ কোনটি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-পদ্মরাগ
১৩.’পদ্মরাগ’ কার রচনা?
-বেগম রোকেয়া
১৪.’সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গ্রন্থ? (পি.এস.সির সহকারী পরিচালক:০৪)
-উপন্যাস
১৫.বাংলাদেশের কোন মহীয়সী নারীর রচনা ‘সুলতানার স্বপ্ন’? (বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক:০৬)
-বেগম রোকেয়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    832 Views
    by kajol
    0 Replies 
    662 Views
    by sajib
    0 Replies 
    461 Views
    by kajol
    0 Replies 
    251 Views
    by tasnima
    0 Replies 
    301 Views
    by mousumi

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]