Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3605
১৫১.কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবাহী পথকে বলা হয় –
-বাস
১৫২.কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?
-ই-মেইল
১৫৩.পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন –
-গুগল
১৫৪.বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ –
-চীন
১৫৫.টাচস্ক্রিন প্রযুক্তির জনক –
-ড. স্যামুয়েল হার্স্ট
১৫৬.ইন্টারনেটের মাধ্যমে উন্নতমানের চিকিৎসা পদ্ধতিকে বলা হয় –
-টেলিমেডিসিন
১৫৭.বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা ‘কম্পিউটার জগৎ’ প্রকাশিত হয় –
-১৯৮১ সালে
১৫৮.কম্পিউটার ও ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় –
-মডেম
১৫৯.5-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ?
-দক্ষিণ কোরিয়া
১৬০.কম খরচে ইন্টারনেটকে সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বের উচ্চ গতির বিশেষ নেটওয়ার্ক বলে –
-ওয়াইম্যাক্স
১৬১.১০০ টাকায় ২৫ টি করে লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০ টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
-২৫%
১৬২.যদি দুটি সংখ্যার অনুপাত ৪:৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?
-১৭৮
১৬৩.শতকরা ৪ টাকা সুদে কত টাকার ৫ বছরের সুদে ৪ টাকা হবে?
-২০
১৬৪.x²+x-(a+1) (a+2) এর উৎপাদক -
-(x+a+2) (x-a-2)
১৬৫.3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান -
-x=-1, y=1
১৬৬.SUCCESS শব্দের সব বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?
-260
১৬৭.a+b=7 এবং ab=10 হলে, a²+b²+3ab=কত?
-59
১৬৮.a=2b হলে, b এর মান কত?
-2
১৬৯.x-2y=8, 3x-2y=4 সমীকরণ জোটে x এর মান কত?
--2
১৭০.Log2+log4+log8+---- ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
-55 log2
১৭১.কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫ টি কমলা এবং ১৩৫ টি কলা ভাগ করে দেয়া যায়?
-৫
১৭২.বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫॰ হলে বিপরীত কোনটি হবে –
-১০৫॰
১৭৩.একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ওপরের পিঠে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
-১/২
১৭৪.কোন বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ?
-১০০ গজ
১৭৫.বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান হবে –
-কেন্দ্রে
১৭৬.একজন কৃষকের ২০ টি মরগী ছিল। দুটি ছাড়া বাকিসব মারা যায় কয়টি জীবিত আছে?
-২ টি
১৭৭.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা লিখতে চার কতবার আসে?
-২০
১৭৮.একজন চিড়িয়াখানা রক্ষক চিড়িয়াখানার প্রাণীদের মাথা গুণে ৮০ পেলেন। কিন্তু পা গুণে ২৬০ পেলেন। যদি চিড়িয়াখানায় কবুতর ও ঘোড়া থাকে তবে ঘোড়ার সংখ্যা কত?
-৫০
১৭৯.২-এর কত শতাংশ ৮ হবে?
-৪০০
১৮০.problem pattern – এর শূণ্যস্থানে Answer pattern- এর কোন চিত্রটি বসবে?
-࿗
১৮১.২টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আকা যাবে?
-১ টি
১৮২.যদি আগামী পরশু দিন শ্রক্রবার হয় তবে গতকাল কি বার ‍ছিল?
-মঙ্গলবার
১৮৩.তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী। তোমার সাথে আমার সম্পর্ক কি?
-নানী
১৮৪.LLMO: MMNO:AABD:?
-BBCD
১৮৫.একটি ত্রিভুজ ও একটি বৃত্ত নূণ্যতম কয়টি বিন্দুতে ছেদ করে?
-২ টি
১৮৬.Blood: Clot: water:
-Ice
১৮৭.(111111110)2 = (?) 10
-510
১৮৮.---- ছাড়া নদী হয় না?
-তীর
১৮৯.√১৫.৬০২৫=?
-৩.৯৫
১৯০.ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
-H
১৯১.বাংলাদেশের দুর্নীতি বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান –
-টিআইবি
১৯২.জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ হলো –
-আইনের শাসন
১৯৩.উন্নয়নশীল দেশেতর জন্য মডেল –
-ড. মাহাথির মোহাম্মদ
১৯৪.সুশাসন জনপ্রশাসনের একটি –
-নব্য সংস্কৃতি
১৯৫.কোন দেশের অর্থনৈতিক অনুন্নয়নের কারণ হলো –
-ব্যবসায়ী রাজনীতিবিদদের সিন্ডিকেট
১৯৬.বিচারক নিয়োগ প্রক্রিয়া হতে হবে?
-স্বচ্ছ
১৯৭.আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব প্রধাণত –
-সরকারের
১৯৮.গণতন্ত্রের প্রাণ হলো –
-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন
১৯৯.জাতিসংঘ ই-গভর্নেন্স বিধি প্রণয়ন করে –
-২০০৬ সালে
২০০.’সুশাসন’ শব্দটি ব্যাপকভাবে আলোচিত হয় –
-গণতান্ত্রিক রাষ্ট্রে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5707 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1071 Views
    by sajib
    0 Replies 
    758 Views
    by kajol
    0 Replies 
    772 Views
    by tamim
    0 Replies 
    618 Views
    by raja

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]

    পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী আবশ্যক (সরাসরি […]