Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3582
জনতা ব্যাংকের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
পদের নাম: অফিসার আইটি
পরীক্ষার তারিখঃ ০২/১০/২০২০

বাংলা অংশের সমাধান
১. ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ বক্র
২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তরঃ কবিরাজ
৩. বুদ্ধিমানের বিশেষ্য পদ কি? উত্তরঃ বুদ্ধি
৪. Morphology এর সমার্থক বাংলা প্রতিশব্দ হল? উত্তরঃশব্দতত্ত্ব
৫. যিনি বিদ্যালাভ করিয়াছেন ------ এক কথায় কি বলে? উত্তরঃ কৃতবিদ্য
৬. বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল কয়টি? উত্তরঃ সাতটি
৭. একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু” পংক্তির রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৮. অধর পল্লব” কোন সমাসের উদাহরণ? উত্তরঃ কর্মধারয় সমাস
৯. স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পুজ্যত এ শ্লোকের রচয়িতা? উত্তরঃ চাণক্য
১০. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? উত্তরঃ দেশী>দিশী

ইংরেজী অংশের সমাধান
11. What is the meaning of the idiom “in doldrums”? Ans: gloomy
12. She exhibited remarkable “sangfroid” during the crisis, The underlined word meaning? Ans: composure
13. Which word does not match with the words? Ans: auricle
14. Although he never learns to read, has exceptional memory and enquiring mind eventually made him a very--- man. Ans: erudite
15. Find the correctly spelled word? Ans: sacrilegious
16. “A person Habitually silent or talking little” is called? Ans: Taciturn
17. Synonym of “exonerate’ is? Ans: absolve
18. Antonym of VILIFY is? Ans: Commend
19. Which one of the following word is an odd to the others? Ans: Calf
20. Who is the author of the novel “Heart of Darkness”? Ans Joseph Conrad

গণিত অংশের সামধান
২১. দুটি সংখ্যার গুণফল ১২০ এবং তাদের বর্গের ক্ষেত্রফল ২৮৯। সংখ্যাদ্বয়ের যোগফল কত? উত্তরঃ সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে ২৩
২২. একটি পেনড্রাইভ বিক্রয় দোকানদার ৭% ডিসকাউন্ট দেয়। ৭% ডিসকাউন্টে তার ১৫ টাকা কম লাভ হয়। পেনড্রাইভটির তালিকা মূল্য কত টাকা? উত্তরঃ ৭৫০
২৩. ৩০০ মিলিলিটারের মিশ্রণে ১২% লবণ আছে, যদি এর সাথে ২০০ মিলিলিটার পানি মেশানো হয় নতুন মিশ্রণে লবণের পরিমাণ কত শতাংশ? উত্তরঃ ৭.২%
২৪. ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? উত্তরঃ সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে ১০৮ কিমি/ঘন্টা
২৫. একটি সিরিন্ডার ও একটি বৃত্তাকার মোঁর্চার ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও মোর্চার উচ্চতার অনুপাত কত? উত্তরঃ ৩ঃ১
২৬.log 5^625= কত? উত্তরঃ 4
২৭. XY লেখচিত্র সমীকরণ y--2/1x+3 এর রেখা যদি (c,-c) লেখ বিন্দুর মধ্যদিয়ে গেলে c এর মান কত? উত্তরঃ -6
২৮. If logx^144=4 then find value of x? উত্তরঃ 2√3
২৯. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ সংখ্যা দুটির লসাগু ৯৬ হলে, গসাগু কত? উত্তরঃ 16
৩০. If the radius of a circle is decreased by 20% then the area is decreased by: উত্তরঃ 36%

সাধারণ জ্ঞান অংশের সমাধান
৩১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সনে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবে ভূষিত হন। উত্তরঃ২০১৫ সালে।
৩২. প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কোন তারিখে? উত্তরঃ ৩১ মে
৩৩.বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা কতজন? উত্তরঃ ২০৩ জন।
৩৪. দোজংখা কোন দেশের ভাষা? উত্তরঃ ভুটান।
৩৫. ২০২০-২০২১ অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ? উত্তরঃ ৪৯তম বাজেট।
৩৬. লিটল বাংলাদেশের অবস্থান কোথায়? উত্তরঃ লস এন্জেলস্, আমেরিকা
৩৭. পৃথিবীতে কোন তারিখে সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়? উত্তরঃ ২৩ সেপ্টেম্বর।
৩৮. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ বাইগার
৩৯. বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয় কবে? উত্তরঃ ৮ মার্চ
৪০. করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে? উত্তরঃ মিসৌরি।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3620 Views
    by apple
    1 Replies 
    1117 Views
    by tasnima
    0 Replies 
    1165 Views
    by sajib
    0 Replies 
    1405 Views
    by rajib
    0 Replies 
    494 Views
    by shohag

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]