Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#3580
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট সমাচার
সর্বাধিক রান – ২২৭৮ রান, শচীন টেন্ডুলকার (ভারত)।
সর্বাধিক সেঞ্চুরী – শচীন টেন্ডুলকার (ভারত) ৬ টি।
সর্বাধিক অর্ধশত – শচীন টেন্ডুলকার (ভারত) ২১ টি।
ইনিংসে সর্বোচ্চ রান – মার্টিন গাপটিল (২৩৭) (নিউজিল্যান্ড)।
সর্বোচ্চ উইকেট – গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), (৭১ উইকেট)।
সর্বাধিককার চ্যাম্পিয়ান – অস্ট্রেলিয়া, পাঁচবার।
বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসে প্রথম তিন বলে হ্যাটট্রিক করার রেকর্ড চামিন্দা ভাসের।
বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম বল করেন – শোয়েব আকতার।
বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা – ১৬ টি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১০,০০০ রান ও ৫০০ উইকেটের ডাবল করার রেকর্ড গড়েন সাকিব আল হাসান।

এশিয়া কাপ ২০১৮
চ্যাম্পিয়ন – ভারত।
রানার্স আপ – বাংলাদেশ
সর্বাধিককার চ্যাম্পিয়ন দেশ – ভারত (সাতবার)
এশিয়া কাপ সবচেয়ে বেশি (পাঁচবার) আয়োজন করেছে বাংলাদেশ।

১২ তম অনুর্ধ্ব – ১৯ বিশ্বকাপ (২০১৮)
চ্যাম্পিয়ন দেশ – ভারত।
রানার্স আপ – অস্ট্রেলিয়া ।
সর্বাধিক চ্যাম্পিয়ন দেশ – ভারত (চারবার করে)।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক – ইয়ন মরগান।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি – সায়েজেস হেনরিকস।
সর্বশেষ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৯ অনুষ্ঠিত হয় – নিউজিল্যান্ডে।

টি-২০ বিশ্বকাপ ক্রিকেট – ২০১৬
চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ।
অংশগ্রহণকারী দল: ১৬ টি।
প্লেয়ার অব দ্য সিরিজ: বিরাট কোহলি (ভারত)।
অধিক রান সংগ্রহ: তামিম ইকবাল -২৯৫ (বাংলাদেশ)
অধিক উইকেট সংগ্রহ: মোহাম্মদ নবি-১২ (আফগানিস্তান)।
পরবর্তী টি-২০: অস্ট্রেলিয়ায়।
পরবর্তী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে – অস্ট্রেলিয়ায় (২০২০)
টি-২০ ক্রিকেটে প্রথম চহ্যাট্রিককারী স্পিনার – রশিদ খান।

ফুটবল
ফুটবল খেলার জন্ম হয় চীনে । একটি আদর্শ ফুটবলের ওজন ১৪-১৬ আউন্স এবং পরিধি ৬৮-৭০ সেন্টিমিটার। একটি আন্তর্জাতিক ফুটবলের মাঠের দৈর্ঘ্য ১১০-১২০ গজ এবং প্রস্থ ৭০-৮০ গজ। ১৯০০ সালে ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়। টোটাল ফুটবলের জনক বলা হয় জোহান ক্রইফকে।

FIFA
পূর্ণ রূপ: Federation International Football Association (FIFA)।
প্রতিষ্ঠাকাল: ১৯০৪ সাল।
সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
সদস্য: ২১১ (সর্বশেষ জিবরাল্টার)।
সভাপতি: জিয়ান্নি ইনফেনতিনো।

বিশ্বকাপ ফুটবল ২০২৬
২০২৬ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে যৌথভাবে কানাডা, মেক্সিকো, ও যুক্তরাষ্ট্র। ২০২৬ সালেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। শুধু তাই নয়, প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক তিনটি দেশ কোনো বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    364 Views
    by raihan
    0 Replies 
    324 Views
    by masum
    0 Replies 
    1061 Views
    by shanta
    0 Replies 
    23585 Views
    by shanta
    0 Replies 
    1446 Views
    by bdchakriDesk

    মটর গাড়ির যন্ত্রাংশ বিতরনকারী কোম্পানীতে সেলসম্যা[…]

    সুপরিচিত চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং[…]

    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]