Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3572
৫৫। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে?
- ধাতু
৫৬। পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
- সংস্কৃত
৫৭। ভাইয়ে’ ভাইয়ে বেশ মিল’ বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
৫৮৷ ‘তাকে দিয়ে কিছু হবে না’- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তৃকারকে দ্বিতীয়া
৫৯। পরস্পর অম্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম?
- সমাস
৬০। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
- সাধুরীতি
৬১। বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-
- তৎসম শব্দবহুল ভাষার রীতি
৬২। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- অর্থতত্ব
৬৩। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
- ব্রাসি হ্যালহেড
৬৪। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে?
- কোলকাতা
৬৫। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
- প্রমথ চৌধুরী
৬৬। 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা?
- তামিল
৬৭। বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়?
- ৩ ভাগে
৬৮। 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি?
- বি+আ+কৃ+অন
৬৯। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- অর্থতত্ত্ব
৭০। 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
- বচনজনিত
৭১। 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ
- শব্দ প্রয়োগজনিত
৭২। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
- অব্যয়
৭৩। পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
- অপনিহিতি
৭৪। নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলে?
- ব্যাজ-স্তুতি
৭৫। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
- ২
৭৬। যে কাজ এখনও চলছে তাকে কি বলে?
- ঘটমান বর্তমান
৭৭। ‘বাঙালিরা ভাত খায়্” কোন কালের উদাহরণ?
- সাধারণ বর্তমান
৭৮। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার ?
- ৩ প্রকার
৭৯। অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয় ?
- বর্তমান ও ভবিষ্যৎ কালে
৮০। নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্নক মধ্যম পুরুষের বিভক্তি কি ?
- এন
৮১। ঋ, র, ষ এর পরে কি হয় ?
- ণ
৮২। ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?
- ষ-ত্ব বিধানের /ণ-ত্ব বিধান
৮৩। মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে ?
- সাৎ
৮৪। ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি?
- পর্যন্ত
৮৫। নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ?
- অর্ধতৎসম
৮৬। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- বিপরীত
৮৭। যত বড় মুখ নয় তত বড় কথা - এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে ?
- শক্তি
৮৮। ডাক্তার বাবুর হাতে যশ আছে - এখানে 'হাত' কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- নিপুণূতা
৮৯। কেমন করে রেঁধেছ, একেবারে কাঁচাই রয়েছে - কাঁচার অর্থ কি ?
- অসিদ্ধ
৯০। তালে তালে দোদুল, দোলে নাচের নেশারচুর' এখানে 'তাল' কোন অর্থ প্রকাশ করেছে ?
- নৃত্যের একক
৯১। এতো অল্প টাকায় মাস চলবে না - এই 'চলা' কোন অর্থ প্রকাশ করেছ ?
- সংকুলান হওয়া
৯২। টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ?
- একবচন
৯৩। ন্যাকামিটা এখন রাখ, বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে ?
- নিরর্থকতা
৯৪। জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
- চলে মুসাফির
৯৫।এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
- ভবিষ্যতের বাঙালি
৯৬। কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত?
- আবদুল কাদির
৯৭। ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন-
- ড. আনিসুজ্জামান
৯৮। ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
- দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
৯৯। কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা?
- আনা কারেনিনা
১০০। বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে?
- ড. ওয়াকিল আহমেদ
১০১. তেঁতুলে কোন এসিড থাকে?
- টারটারিক এসিড।
১০২. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
- ল্যান্ডি স্টেইনার।
১০৩. ‘মতিচূর’ বেগম রোকেয়ার কী ধরনের গ্রন্থ?
- ছোটগল্প।
১০৪. কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইডকে কী বলে?
- ড্রাই আইস।
১০৫. দেশের একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধা কে?
- ইউকে চীং বীরবিক্রম
১০৬. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- টোকিও
১০৭. ‘ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমারি অতিথি’ রবীন্দ্রনাথ কার উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০৮. কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইডকে কী বলে?
- ড্রাই আইস।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    308 Views
    by mousumi
    0 Replies 
    1910 Views
    by romen
    0 Replies 
    163 Views
    by raihan
    0 Replies 
    1026 Views
    by mousumi
    0 Replies 
    680 Views
    by sajib

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]