Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3550
১.ওহমের সূত্র কি?
-নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
২.বিদ্যুৎপ্রবাহ, রোধ এবং বিভব পার্থক্যের মধ্য সম্পর্ক কি?
-বিভব পার্থক্য= রোধ X বিদ্যুৎ প্রবাহ।
৩.রোধ কাকে বলে?
-পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।
৪.রোধের একক কি?
-ওহম।
৫.পরিবাহকের রোধ কিসের ওপর নির্ভর করে?
-কোন পরিবাহকের রোধ চারটি বিষয়ের ওপর নির্ভর করে। যথা:
ক.পরিবাহকের দৈর্ঘ্য
খ.পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
গ.পরিবাহকের উপাদান
ঘ.পরিবাহকের তাপমাত্রা
৬.তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কি?
-কোন উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহকের রোধ এর দৈর্ঘ্যর সমানুপাতে পরিবর্তিত হয়।
৭.একই উপাদানের তৈরি মোটা তার ও চিকন তারের মধ্যে কোনটির রোধ বেশি?
-চিকন তার
৮.তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কিরূপ?
-তাপমাত্রা বাড়ালে প্রায় সকল পরিবাহকেরই রোধ বৃদ্ধি পায়।
৯.তাপমাত্রা বাড়ালে কোন মৌলের রোধ হ্রাস পায়?
-কার্বন, সিলিকন, জার্মেনিয়াম।
১০.কোন পদার্থের উপর আলো পড়লে রোধ হ্রাস পায়?
-সেলিনিয়াম ও ক্ষার জাতীয় পদার্থ।
১১.চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পেলে কোন ধাতুর রোধ বৃদ্ধি পায়?
-বিসমাথ
১২.চাপ বৃদ্ধিতে কিসের রোধ হ্রাস পায়?
-কার্বন গুড়ার।
১৩.ভেজা অবস্থায় কোন বৈদ্যুতিক সরঞ্জাম স্পর্শ করা বিপদজ্জনক কেন?
-ভিজা অবস্থায় শরীরের রোধ কম হওয়ায় শরীরের মধ্যে দিয়ে বেশি প্রবাহ প্রবেশ করতে পারে । এ অবস্থায় ক্রটিপূর্ণ বৈদ্যুতিক সুইচ বালব পাখা প্রভৃতিকে স্পর্শ করলে দেহের রোধ কম থাকায় শক খাওয়ার সম্ভাবনা থাকে।
১৪.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় কেন?
-বৈদুত্যিক পাখা ধীরে ধীরে বা জোরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে । রোধ বাড়ানো হলে পাখা ধীরে ঘোরে । পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময় রেগুলেটরে বিদ্যুৎশক্তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.ওহমের সুত্র প্রযোজ্য হওয়ার জন্য – (তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী :০১)
-উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত
২.একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায় –
-কম
৩.একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর (তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক:০১)
-বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
৪.তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ – (পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা:০১)
-হ্রাস পায়
৫.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ – (২৩ তম বিসিএস)
-একই হয়

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]