Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3545
১.’সব মানুষগুলো জমায়েত হয়েছে’ – বাক্যটি যে কারণে অশুদ্ধ –
-বহুবচনের অপপ্রয়োগজনিত
২.সঠিক বিপরীত শব্দযুগল নয় –
-উত্তম-মধ্যম
৩. বাংলা ভাষায় ব্যবহৃত ‘বুর্জোয়া শব্দটি –
-ফরাসি
৪.’ভাগ্য’ এর সন্ধি বিচ্ছেদ –
-ভজ্+য
৫.’বীণাপানি শব্দটি কোন সমাস?
-বহুব্রীহি
৬.ধ্বনি বিপর্যয়ের উদাহরণ –
-রিকসা>রিসকা
৭.শুদ্ধ প্রয়োগের উদাহরণ –
-সব মানুষই মরণশীল
৮.’Secularism’ এর পারিভাষিক অর্থ –
-ধর্মনিরপেক্ষতা
৯.’পানি’ কোন ভাষার শব্দ?
-হিন্দি
১০.’ধীর’ এর বিশেষ্য –
-ধীরতা
১১.’শিষ্টাচার’ এর সমার্থক শব্দ –
-সদাচার
১২.যে স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই –
-অ
১৩.কোনটি তদ্ধিত প্রত্যয়?
-মধুর+অ
১৪.শুদ্ধ বানান কোনটি?
-ভাগীরথী
১৫.’যতই করিবে দান, তত যাবে বেড়ে’ – কোন ধরনের বাক্য?
-মিশ্র বা জটিল বাক্য
১৬.মঙ্গলকাব্যের কোন চরিত্রটি ‘দেবতা- বিরোধী বলে পরিচিত?
-চাঁদ সওদাগর
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু মূলত –
-ধর্মবিষয়ক আখ্যান
১৮.’তাম্বুল রাতুল হইল অধর পরশে’ -কোন গ্রন্থের পঙক্তি?
-পদ্মাবতী
১৯.নিচের কোন পালার রচয়িতা চারজন?
-কঙ্ক ও লীলা
২০. ”না রবে প্রসাদগুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল।” – কোন কবির রচনা?
-ভারতচন্দ্র রায়গুণাকর
২১.বন্ধুদেব বসুর বিখ্যাত পত্রিকার নাম –
-কবিতা
২২.’একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা?
-মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
২৩.উনিশ শতকের গুরুত্বপূর্ণ মুসলিম লেখক হলেন –
-মীর মশাররফ হোসেন
২৪.জীবনান্দ দাশ এর ’রূপসী বাংলা’ কবিতায় উল্লেখিত ‘ধানসিড়ি’ নদীটি অবস্থিত বর্তমান যে জেলায় –
-ঝালকাঠি
২৫.১৯৪১ সালের ৭ আগষ্ট রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাহত নজরুল তাৎক্ষণিকভাবে রচনা করেন –
-রবিহারা
২৬.অস্তিত্ববাদী উপন্যাস কোনটি?
-সূর্যদীঘল বাড়ি
২৭.’নিউটন বোমা বোঝ, মানুষ বোঝ না’ – এর রচয়িতা –
-হেলাল হাফিজ
২৮.’হাত হদাই’ নাটকটির রচয়িতা –
-সেলিম আল দীন
২৯.বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত –
-সুফিয়া কামাল
৩০.জীরনানন্দ দাশ রচিত কাব্য গ্রন্থ কোনটি?
-মহাপৃথিবী
৩১.নিচের চারটি গ্রন্থের মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নির্দেশ করে?
-সাত সাগরের মাঝি
৩২.’অমর কথাশিল্পী’ নামে পরিচিত –
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩.’পাপের সন্তান’ উপন্যাসটির ঔপন্যাসিকের নাম –
-সত্যেন সেন
৩৪.কাজী নজরুল ইসলামের রচিত গল্প –
-পদ্মগোখরা
৩৫.রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
-নভেম্বর, ১৯১৩ সালে
৩৬.The feminine of ‘stallion’ is:
-mare
৩৭.‘Prima facie’ means -----.
-at first view
৩৮.The famine gender of ‘fox’ is –
-vixen
৩৯.The adjective form of the world ‘tyrant’ ---.
-tyrannical
৪০.The plural form is ---.
-children
৪১.Which on is in singular number?
-phenomenon
৪২.What is the collective noun for a group of young partridges?
-covey
৪৩.The meaning of word ‘bonafide’ ---.
-in legal faith
৪৪.The correct spelling is –
-tsunamy
৪৫.The quality of his painting has fallen ---- greatly.
-off
৪৬.‘Turn down’ means:
-reject
৪৭.Which is in plural number?
-data
৪৮.The word ‘inauguration’ means nearly the same as --.
-an opening ceremony
৪৯.Great ---- are never great doers.
-talkers
৫০.The winter has set ---- very early this year.
-in
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5697 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1013 Views
    by sajib
    0 Replies 
    702 Views
    by kajol
    0 Replies 
    727 Views
    by tamim
    0 Replies 
    581 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]