Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3504
১.রক্তকণিকাগুলোর নাম লেখ।
-রক্ত কণিকা তিন ধরণের:
ক.লোহিত রক্তকণিকা
খ.শ্বেত রক্তকণিকা
গ.অনুচক্রিকা
২.রক্তের কণিকাগুলো কোথায় তৈরি হয়?
-লোহিত অস্থিমজ্জায়
৩.রক্তের রং লাল কেন?
-হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ এর জন্য
৪.মানবদেহে হিমোগ্লোবিন রক্তের কোথায় থাকে?
-লোহিত রক্তকণিকায়
৫.কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
-রক্তরসে
৬.হিমোগ্লোবিনের গঠন উপাদান কি?
-গ্লোবিন নামক সরল প্রোটিন এবং লৌহ ঘটিত হিম।
৭.হিমোগ্লোবিনের কাজ কি?
-হিমোগ্লোবিনের কাজ নিম্নরূপ:
ক.ফুসফুস হতে অক্সিজেন গ্রহণ করে তা কলায় পরিবহন করা।
খ.কলা হতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তা ফুসফুসে পরিবহন করা।
গ.বাফার হিসেবে কাজ করা ।
৮.কোন গ্যাস রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা বিনষ্ট করে?
-কার্ন মনোঅক্সাইড রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে। কার্বন মনোঅক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। তাই কার্বন মনোঅক্সাইড রক্তের হিমোগ্লোবিন এর সাথে যুক্ত হলে হিমোগ্লোবিন আর অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে না।
৯.রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াকে কি বলে?
-রক্তশূন্যতা
১০.লোহিত রক্তকনিকার আয়ুষ্কাল কত?
-১২০ দিন
১১.লোহিত রক্তকনিকার পূর্নতা প্রাপ্তি কোন ভিটামিনের প্রয়োজন হয়?
-ভিটামিন বি-১২ এবং ফলিক এসিড
১২.কোন ভিটামিনের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়?
- ভিটামিন বি-১২ এবং ফলিক এসিড
১৩.সাদা বা বর্ণহীন রক্তবিশিষ্ট প্রাণীর নাম লিখ।
-তেলাপোকা বা আরশোলা
১৪.আরশোলার রক্ত সাদা কেন?
-হিমোগ্লোবিন নামক রঞ্জকপদার্র অনুপস্থিতির জন্য।
১৫.শ্বেত কণিকা কত প্রকার ও কি কি?
-দুই প্রকার। যথা:
১.দানাদার: নিউট্রোফিল, বেসোফিল।
২.অদানাদার: মনোসাইট।
১৬.ব্লাড ক্যান্সারে কোন রক্তকণিকা বেড়ে যায়?
-শ্বেত কণিকা
১৭.অনুচক্রিকার কাজ কি?
-দেহের কোন স্থান কেটে গেলে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
১৮.ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার জন্য কোন কোন উপাদান দরকার?
-অনুচক্রিকা, ফিব্রিনোজেন, ক্যালসিয়াম, আয়ন ইত্যাদি।
১৯.রক্ত জমাট বাঁধতে কতটি ফ্যাক্টর কাজ করে?
-১৩টি
২০.দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
-রক্তের হেপারিন, অ্যান্টিথ্রোম্বিন রক্ত জমাট বাধতে দেয় না। এজন্য রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাধেনা ।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]