Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3475
৪১ তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট: ০৯ পার্ট-০১
১.শুদ্ধ প্রয়োগের উদাহরণ –
-সে সমস্ত কথা বিস্তারিত ভাবে বলল
২.’শ্বশ্রূ’ এর সমাথক শব্দ –
-শাশুড়ি
৩.’বহুৎসব’ এর সন্ধিবিচ্ছেদ –
-বহিৃ+উৎসব
৪.গুণবাচক বিশেষ্য –
-সৌরভ
৫.ক্ষ এর বিশ্লিষ্ট রূপ –
-ক্+ষ
৬.কোন বাক্যটি শুদ্ধ?
-নিরক্ষর দেশবাসীকে সাক্ষর করতে হবে।
৭.Provision এর পারিভাষিক শব্দ –
-বিধান
৮.’মা ছিল না বলে কেউ তার চুল বেধে দেয় নি’-এটি একটি –
-সরল বাক্য
৯.অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি –
-ছ
১০.কোনটি শুদ্ধ বানান?
-বিভীষিকা
১১.কোনটি সমার্থক শব্দ নয়?
-বিপনী
১২.’কমলাক্ষ’ এর সঠিক ব্যাসবাক্য –
-কমলের ন্যায় অক্ষি যার
১৩.ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় –
-ধাতু
১৪.কোনটি পতুগিজ শব্দ?
-আলপিন
১৫.মোড়ক শব্দটির প্রকৃতি-প্রত্যয় –
-মুড়্+অক
১৬.শাহ মোহাম্মদ সগীর কোন ভাষার কাব্য থেকে ‘ইউসুফ জুলেখা’ কাহিনী গ্রহণ করেন?
-ফারসি
১৭.পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক –
-সৈয়দ হামজা
১৮.’শাহনামা’ মৌলিক কাব্যটি কার?
-ফেরদৌসি
১৯.মৈমনসিংহ গিতীকায় মহুয়া পালাটির রচয়িতা –
-দ্বিজ কানাই
২০.মধ্যযুগে সাহিত্যের ধারাগুলোর মধ্যে কোন ধারা পরিমাণে ও মানে সর্বাপেক্ষা সমৃদ্ধ?
-বৈষ্ণবসাহিত্য ধারা
২১.কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন?
-কাজী নজরুল ইসলাম
২২.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস –
-রজনী
২৩.ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে ভাটিয়ালি ও মারফতি গান এখন চাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কী?
-শহুরে গানের প্রভাব
২৪.’তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’ গানটির রচয়িতা –
-মোহাম্মদ মনিরুজ্জামান
২৫.মহাকবি নন –
-রবীন্দ্রনাথ ঠাকুর
২৬.বাংলাদেশের চলিত ভাষার প্রথম গ্রন্থ –
-বীরবলের হালখাতা
২৭.’অগ্নীবীণা’ কাব্যের প্রথম কবিতা –
-প্রলয়োল্লাস
২৮.’উপদ্রুত উপকূল’ কব্যগ্রন্থের রচয়িতা –
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
২৯.’সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
-বলাকা
৩০.কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য বাজেয়াপ্ত হয়?
-রক্তাম্বরধারিনী মা
৩১.বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় –
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
৩২.’পাখি সব করে রব রাতি পোহাইল’ – পঙক্তিটির রচয়িতা কে?
-মদনমোহন তর্লঙ্কার
৩৩.ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা –
-ক্রান্তি
৩৪.’মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
-সমাপ্তি
৩৫.বেগম রোকেয়া সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কলকাতায় ‘মুসলিম মহিলা সমিতি’ প্রতিষ্ঠা করেন –
-১৯১৬ সালে
৩৬.Good: bad: White:
-black
৩৭.‘Omnivorous’ is related to ___.
-living on all
৩৮.The synonym of ‘obligatory’ is ___.
-compulsory
৩৯.The owls____.
-hoot
৪০.What is the meaning of the word ‘viva voice’?
-orally
৪১.Which one is a reflexive pronoun?
-himself
৪২.People carrying ATM cards are afraid of ___.
-abductors
৪৩.What is the noun word for ‘waste’?
-wastage
৪৪.The word ‘dilly-dally’ means:
-waste time
৪৫.The correct spelling is ___.
-possession
৪৬.The feminine of ‘buck’ is ___.
-doe
৪৭.‘panacea’ means____.
-cure all
৪৮.The word “Nota Bene” means ____
-mark well
৪৯.Heart: cardiology:
-fossil: paleontology
৫০.‘Bring down’ means____.
-reduce
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5696 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1000 Views
    by sajib
    0 Replies 
    695 Views
    by kajol
    0 Replies 
    723 Views
    by tamim
    0 Replies 
    571 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]