Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3469
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার (২৬-৪৭)
অনুচ্ছেদ-২৬: মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল।
অনুচ্ছেদ-২৭: আইনের দৃষ্টিতে সমতা।
অনুচ্ছেদ-২৮: ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ২. রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
অনুচ্ছেদ-২৯: সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা।
অনুচ্ছেদ-৩০: বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ। রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতীত কোন নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোন খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করিবেন না।
অনুচ্ছেদ-৩১: আইনের আশ্রয় লাভের অধিকার।
অনুচ্ছেদ-৩২: জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার।
অনুচ্ছেদ-৩৩: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
অনুচ্ছেদ-৩৪: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।
অনুচ্ছেদ-৩৫: বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
অনুচ্ছেদ-৩৬: চলাফেরার স্বাধীনতা।
অনুচ্ছেদ-৩৭: সমাবেশের স্বাধীনতা।
অনুচ্ছেদ-৩৮: সংগঠনের স্বাধীনতা।
অনুচ্ছেদ-৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা । ১.চিন্তা ও বিবেকের স্বাধীনতা ২.বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা, ৩.সংবাদপত্রের স্বাধীনতা।
অনুচ্ছেদ-৪০: পেশা বা বৃত্তির স্বাধীনতা।
অনুচ্ছেদ-৪১: ধর্মীয় স্বাধীনতা।
অনুচ্ছেদ-৪২: সম্পত্তির অধিকার।
অনুচ্ছেদ-৪৩: গৃহ ও যোগাযোগের রক্ষণ।
অনুচ্ছেদ-৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ।
অনুচ্ছেদ-৪৫: শৃঙ্খলামুলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।
অনুচ্ছেদ-৪৬: দায়মুক্তি বিধানের ক্ষমতা।
অনুচ্ছেদ-৪৭: কতিপয় আইনের হেফাযত। ৩. গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দিকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দন্ডদান বিধান সংবলিত কোন আইনের বিধান এই সংবিধানের কোন বিধানে সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
অবস্থান -সেগুনবাগিচা, ঢাকা
ভিত্তিপ্রস্তর স্থাপন – ২০০১ সালে জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধন – ২১ ফেব্রুয়ারী ২০১০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
বারডেম
অবস্থান – শাহবাগ, ঢাকা
প্রতিষ্ঠাকাল – ১৯৮০
প্রতিষ্ঠাতা – ডা. মোহাম্মদ ইব্রাহীম
উদ্দেশ্য – ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসা প্রদান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    347 Views
    by tamim
    0 Replies 
    242 Views
    by mousumi
    0 Replies 
    4296 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4484 Views
    by bdchakriDesk
    0 Replies 
    332 Views
    by bdchakriDesk

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]