Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3440
-রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় – ১৯৫৩ সালে।
রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য – ড. ইসরাত হোসেন জুবেরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৯৬ সালে।
বাংলাদেশের সবচেয়ে পুরোনো এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম – বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় (ময়মনসিংহে অবস্থিত)।
কৃষি বিশ্ব বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য হন – ড.ওসমান গণী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭০ সালে ।
ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম – কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৬২ সালে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত – গাজীপুরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিটি গঠিত হয়েছিল তার নাম –’নাথান কমিশন’।
ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯২১ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ভর্তি করে অথবা শিক্ষাবর্ষ শুরু করে – ১৯২১ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন – রাষ্ট্রপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যালেন্সর (উপাচার্য) – পিজে হার্টস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় ,মুসলিম এবং বাঙ্গালি উপাচার্য ছিলেন – স্যার এ এফ রহমান।
বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট অবস্থিত – ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশের স্বাক্ষরতা আন্দোলন
বাংলাদেশে মোট নিরক্ষরমুক্ত জেলা ৭টি।
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম – ঠাকুরগাঁও জেলার সালান্দ ইউনিয়নের কুচবাড়ী কৃষ্টপুর গ্রাম
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা – মাগুড়া
বাংলাদেশের সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা – সিরাজগঞ্জ

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কর্মসূচী
বয়স্ক শিক্ষাকে উপানুষ্ঠানিক শিক্ষা বলে। বাংলাদেশের সরকারীভাবে পূর্ণাঙ্গ গণশিক্ষা কার্যক্রম চালু হয় ১৯৮৭ সালে। বাংলাদেশে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি চালু হয় ১৯৯৩ সালে । এ কর্মসূচিতে প্রতি শিক্ষার্থীর জন্যে ১৫ কেজি চাল বরাদ্দ ছিল।
-পল্লি উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় – ১৯৭৪ সালে।

স্বাস্থ্য সেবা
বাংলাদেশ ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম – পরিবার কল্যাণ কেন্দ্র।
’সূর্যের হাসি’ – মা ও শিশু স্বাস্থ্যের প্রতীক ।
বাংলাদেশে ১৩ টি পরমাণু চিকিৎসাকেন্দ্র আছে।
বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম – জীবনতরী।
’জীবনতরী’ একটি – ভাসমান হাসপাতাল।
বাংলাদেশের সর্বপ্রথম টেস্টটিউব শিশুর মা হন – ফিরোজা বেগম।
দেশে প্রথম টেস্টটিউব বেবিত্রয় ভূমিষ্ট হয় – ২০০১ সালে।
বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর জন্ম হয় – ২০০৮ সালে।
বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম – অপ্সরা।
বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় – ১৯৭৯ সালে।
এদেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় -১৯৫৩ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    257 Views
    by tasnima
    0 Replies 
    323 Views
    by mousumi
    0 Replies 
    180 Views
    by rafique
    0 Replies 
    177 Views
    by raihan
    0 Replies 
    181 Views
    by bdchakriDesk

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]