Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3396
১. "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলে না" উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২." আসাদের সার্ট "কবিতাটি কার?
- শামসুর রাহমান
৩. "নবকুমার"কোন উপন্যাসের চরিত্র?
- কপালকুণ্ডলা ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
৪. আখতারুজ্জামান ইলিয়াসের কোন উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত?
- চিলেকোঠার সেপাই
৫. কবিগুরু তার " কালের যাত্রা "নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬." বিন্দুবিসর্গ "কার আত্মজীবনী
- নীলিমা ইব্রাহিম
৭. "কাব্যসুধাকর" উপাধি কার?
- গোলাম মোস্তফা
৮. "ফেরারী" কবিতার রচয়িতা কে?
- দিলারা হাসেম
৯. "নিষিদ্ধ লোবান" মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসের লেখক কে?
- সৈয়দ শামসুল হক
১০. রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে?
- মুনীর চৌধুরী
১১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
১২. "মৃত্যুক্ষুধা" উপন্যাসটি কার?
- কাজী নজরুল ইসলাম
১৩. "জাগ্রত বাংলাদেশ" প্রবন্ধটির রচয়িতা কে?
- আহমেদ ছফা
১৪. কবি নির্মলেন্দু গুনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
- প্রেমাংশুর রক্ত চাই"
১৫. বিহারীলাল চক্রবর্তী কে ভোরের পাখি উপাধি দেন কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৬."হুলিয়া" কবিতাটি কার?
- নির্মলেন্দু গুন
১৭. সৈয়দ মুজতবা আলীর "দেশে বিদেশে" ভ্রমণ কাহিনীতে কোন শহরের কথা বলা হয়েছে?
- কাবুল, আফগানিস্তান
১৮." বঙ্গবন্ধু "কবিতাটি কার?
- অন্নদাশঙ্কর রায়
১৯." উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ " কাব্যগ্রন্থটি কার?
- শামসুর রাহমান
২০. "মেবার পতন" নাটকের রচয়িতা কে?
- ডি এল রায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    467 Views
    by mousumi
    0 Replies 
    290 Views
    by raihan
    0 Replies 
    2004 Views
    by romen
    0 Replies 
    1290 Views
    by mousumi
    1 Replies 
    1127 Views
    by tasnima

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    গাজীপুর সিটি কর্পোরেশন'র আওতাধীন পূবাইল থানার কামা[…]

    ডেভেলপার কোম্পানীতে দীর্ঘদিনের অভিজ্ঞ সিভিল ইঞ্জিন[…]

    বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এন্ড কলেজ) শেরে[…]