Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3369
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কবে ‘এক দরজায় সেবা’ বা ‘ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস)’ চালু করে?
উত্তরঃ ২১ অক্টোবর, ২০১৯.
## ২৭টি শ্রেণিতে ১২৫টি অনলাইন সেবা দেওয়ার কার্যক্রম হাতে নিয়ে এই প্রতিষ্ঠান এখন অবধি ৩০টি সেবা দিতে সক্ষম হচ্ছে।
০২. দেশে কবে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ২০১৮.
০৩. শালবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ কোটবাড়ী, কুমিল্লা।
০৪. ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনারের নাম কী?
উত্তরঃ মোহাম্মদ ইমরান।
০৫. ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ দিনাজপুর (দ্বিতীয় - চুয়াডাঙ্গা, তৃতীয় - ঠাকুরগাঁও)।
## শীর্ষ বিভাগ - রংপুর (দ্বিতীয় - খুলনা, তৃতীয় - রাজশাহী)।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ‘A Promised Land’ বইটি কার লেখা?
উত্তরঃ বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
## আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাওয়া এই বইয়ের আগে তিনি আরও তিনটি বই লিখেছেন; বইগুলো হলো - ‘Dreams from My Father’, ‘The Audacity of Hope’ এবং ‘Of Thee I Sing’.
০২. তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ সাই ইন ওয়েং।
## বর্তমান ক্ষমতাসীন দল - ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি।
## রাজধানী - তাইপে।
## চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে ধরে নিলেও তাইওয়ান নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে দাবী করে আসছে; এই নিয়ে এখন উত্তেজনা চরমে।
০৩. ভুট্টা উৎপাদনে বর্তমান বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ তুরস্ক (দ্বিতীয় - যুক্তরাষ্ট্র)।
০৪. ‘গরবা’ কোন অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য?
উত্তরঃ গুজরাট, ভারত।
০৫. দেশের ক্রান্তিকালে বা আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতিরক্ষা বাহিনী ব্যবহারের আইনের নাম কী?
উত্তরঃ Insurrection Act.
## যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে ১৮০৭ সালে এই আইনটি পাস করা হয়।
০৬. ‘আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর।
## দিবস প্রতিপাদ্য ২০২০ - “চিকিৎসা আছে সর্প দংশনে, সরকারি হাসপাতালে, সবখানে”।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘Melissa’ কী?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস।
## আবিষ্কারক - ডেভিড স্মিথ।
০২. যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাকে কী পদ্ধতি বলে?
উত্তরঃ প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি ।
## বাংলাদেশে এই ধরনের নির্বাচন পদ্ধতি চালু আছে।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৮ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৩ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৩৯৭ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন)।
মোট সুস্থ – ২ কোটি ২০ লাখ ৬০ হাজার ১৬ জন (বাংলাদেশে সুস্থ – ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন)।
মোট মৃত্যু – ৯ লাখ ৫০ হাজার ৯৮৮ জন (বাংলাদেশে মৃত্যু – ৪ হাজার ৮৮১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. পোল ভল্টের আউটডোর ইভেন্টে বর্তমান বিশ্ব রেকর্ডের অধিকারি কে?
উত্তরঃ আরমান্ড ডুপ্লান্টিস, সুইডেন।
## গত ১৭ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের রোম মিটে ৬.১৫ মিটার লাফিয়ে পোল ভোল্ট কিংবদন্তি সেবকেই বুবকার ২৬ বছরের পুরনো আউটডোর রেকর্ডটি ভাঙেন তিনি।
## এ বছরের ফেব্রুয়ারিতে পোল ভল্টের ইনডোর ইভেন্টের রেকর্ডটিও (৬.১৭ মিটার) নিজের দখলে নিয়েছেন তিনি।
০২. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর কবে শুরু হয়?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০.
## ভেন্যু - আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
## উদ্বোধনী ম্যাচ - মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস।
## ফাইনাল অনুষ্ঠিত হবে - ১০ নভেম্বর, ২০২০.
#সেরা_উক্তি
“সাফল্য ঘটে না। তাকে ঘটাতে হয়।”
- ক্রিস গ্রসার (আমেরিকান সফল উদ্যোক্তা)।

সংগৃহীত:-

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]