Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3297
০১. দেশে বর্তমানে কয়টি কয়লাখনি রয়েছে?
উত্তরঃ ৫টি।
০২.মোট কয়লার মজুত - প্রায় ৩০০ কোটি টন।
০৩.কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র - ১৬টি।
০৪. দেশে কবে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ এ প্রথম কোন মামলার রায় হয়?
উত্তরঃ ৯ সেপ্টেম্বর, ২০২০.
০৫. ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ পাস হয় - ২০১৩ সালে।
০৬. দেশে বর্তমানে বেসরকারি পাটকল কতটি?
উত্তরঃ ২৫৯টি।
০৭. সরকারি পাটকল একটিও নেই এখন।
০৮. ইতিহাস বিখ্যাত তিতুমীরের প্রকৃত নাম কী?
উত্তরঃ সৈয়দ মীর নিসার আলী।
০৯. বাংলাদেশ সরকার কত সালে আহসান মঞ্জিল প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়?
উত্তরঃ ১৯৮৫ সালে।
১০. সম্প্রতি দক্ষিণ এশিয়ায় প্রথম কোন দেশে ‘Global Center on Adaptation (GCA)’ এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়?
উত্তরঃ বাংলাদেশ।
১১.অফিসের অবস্থান - পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন, আগারগাঁও, ঢাকা।
১২.GCA এর বর্তমান সভাপতি - বান কি মুন, দক্ষিণ কোরিয়া।
১৩. ‘বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার’ ভবনটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লা টাউনহল।
১৪.প্রতিষ্ঠাকাল - ১৮৮৫ সাল; প্রতিষ্ঠাতা - ত্রিপুরার মহারাজা।
১৫. বিভিন্ন সময়ের নামকরা সাহিত্যিক-রাজনীতিবিদদের স্মৃতিবিজড়িত ১৩৫ বছরের পুরনো এই ভবনটি সম্প্রতি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিলে আলোচনায় উঠে আসে এটি।
১৬. ঢাকায় বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপনার সংখ্যা কতটি?
উত্তরঃ ৭৪টি।
তথ্যসুত্রঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রকাশিত গত ৬ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী।
১৭. ভারতীয় উপমহাদেশে প্রথম কবে আইন কমিশন গঠিত হয়?
উত্তরঃ ১৮৩৪ সালে।
## প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান - লর্ড ম্যাকুলে।
১৮. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে?
উত্তরঃ ১১টি।
১৯. প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছে?
উত্তরঃ জুন মাস।
২০. ‘সোমপুর বিহার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ।
২১. আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ‘Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP)’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা, বাংলাদেশ।
২২.প্রতিষ্ঠিত - ৬ জুলাই, ১৯৭৯.
২৩.সদস্য দেশ - ১৫টি।
২৪.দেশগুলো হলো - আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিজি।
২৫.কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ ২৬ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন?
উত্তরঃ মেরিনা তাবাশ্যুম (তৃতীয় অবস্থান)।
২৭.শীর্ষ ব্যক্তি - কে কে শৈলজা, স্বাস্থ্যমন্ত্রী, কেরালা, ভারত; দ্বিতীয় শীর্ষ - জেসিন্ডা আরডার্ন, প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ড।
২৮. তালিকা প্রকাশ করেছে - বিখ্যাত ম্যাগাজিন ‘প্রস্পেক্ট’, যুক্তরাজ্য।
২৯. দেশে বর্তমানে সাক্ষরতার হার কত শতাংশ?
উত্তরঃ ৭৪.৭০ শতাংশ।
তথ্যসূত্রঃ জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
৩০. দেশে বর্তমানে কতটি ব্যাংকের কার্যক্রম চালু আছে?
উত্তরঃ ৬০টি।
৩১. সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ৯টি; বেসরকারি ব্যাংক ৪২টি; বিদেশী ব্যাংক ৯টি।
৩২. সর্বশেষ অনুমোদনপ্রাপ্ত ব্যাংকঃ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড; ২৩ ফেব্রুয়ারি, ২০২০.
৩৩. সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে বর্তমানে কতটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে?
উত্তরঃ ১ লাখ ২৯ হাজার ২৫৮টি।
৩৪. মোট শিক্ষার্থী - ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৯৬ জন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো।)
৩৫. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে?
উত্তরঃ ১১৮ নং অনুচ্ছেদ।
৩৬. দেশে এই পর্যন্ত ১১টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
৩৭. করোনাকালে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কত টাকার প্রণোদনা কর্মসূচীর ঘোষণা দিয়েছে?
উত্তরঃ ১ লাখ ১১ হাজার ১৩৭ কোটি টাকা। (মোট প্যাকেজ - ২০টি।)

Collected:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    398 Views
    by tamim
    0 Replies 
    273 Views
    by mousumi
    0 Replies 
    621 Views
    by masum
    0 Replies 
    332 Views
    by raja
    0 Replies 
    164 Views
    by rajib

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]