Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3237
প্রশ্ন: এশিয়ার আয়তন কত ?
#৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
-
প্রশ্ন: এশিয়া আয়তন পৃথিবীর মোট ভূমির কত অংশ ?
#৩০ % ।
-
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ?
প্রায় এক তৃতীয়াংশ ।
-
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
#বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
-
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
#গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) ।
-
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
#মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
-
প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
#গণচীন ।
-
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
#৬০.৬ ভাগ ।
-
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
#ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) ।
-
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
#সালউইন ।
-
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
#ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
-
প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
#সানপো ।
-
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
#কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
-
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
#বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) ।
-
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
#৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
#ভারত ।
-
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি ?
#বাংলাদেশ ।
-
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত ?
#২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় ।
-
প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
#গডউইন অষ্টিন ।
-
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
#ভারত ও পাকিস্তান ।
-
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
#আরব সাগরে ।
-
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
#বঙ্গপসাগরে ।
-
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ?
#তিব্বতে ।
-
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
#চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ ।
-
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ?
#তৈগা ।
-
প্রশ্ন: লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
#আফ্রিকা ।
-
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে ?
#ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে ।
-
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ?
#লেভান্ট ।
-
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
#ক্লুকেভকাজা সোপক ।
-
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
#২৫০ সেন্টিমিটার ।
-
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
#গোবি মরুভূমি, মঙ্গলিয়া ।
-
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ?
#পশ্চিম সাইবেরিয়া ।
-
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ?
#ইউরেশিয়া ।

সংগৃহীত:-

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]