Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3171
#বাংলাদেশ বিষয়াবলী
০১. সম্প্রতি দেশের কোথায় ২০ তলাবিশিষ্ট ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিক্ষা ও প্রশাসনিক ভবন’ নির্মাণ করা হবে?
উত্তরঃ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার।
০২. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ দেন?
উত্তরঃ ৯৫(১) অনুচ্ছেদ।
## সম্প্রতি হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
০৩. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ আত্মজীবনীমূলক গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ আবুল মনসুর আহমদ।
## উপমহাদেশের প্রখ্যাত এই সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন (মৃত্যুঃ ১৯৭৯ সালে)।
## তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ ‘আয়না’, ‘আসমানি পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ‘ফুড কনফারেন্স’, ‘আত্মকথা’।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী কোন দেশের?
উত্তরঃ চীন।
## চীনের সাবমেরিন ও জাহাজ সংখ্যাঃ ৩৫০টি; যুক্তরাষ্ট্রের সাবমেরিন ও জাহাজ সংখ্যাঃ ২৯৩টি।
## যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
০২. থাইল্যান্ডের রাজপ্রাসাদের নাম কী?
উত্তরঃ গ্র্যান্ড প্যালেস।
## বর্তমান রাজার নামঃ মহা ভার্জিলংকর্ণ।
## সম্প্রতি তিনি তাঁর রাজকীয় সঙ্গি হিসেবে সিনিনাত ওংভাজিরাপাকদি কে পুনর্বহাল করেছেন।
০৩. কোন দেশে কুখ্যাত খেমার শাসনামল ছিল?
উত্তরঃ কম্বোডিয়া।
## ১৯৭৫-১৯৭৯ সাল পর্যন্ত সময়ে কম্বোডিয়ায় খেমার শাসনামলে লাখো মানুষ হত্যা আর নির্যাতনের অভিযোগে খেমাররুজ নেতা কমরেড কেইং গুয়েক ইভ দুচের আজীবন কারাদণ্ড হয়েছিল। সম্প্রতি এই নেতা মারা যান।
০৪. ‘শার্লি এবদো’ কোন দেশের রম্য সাময়িকী?
উত্তরঃ ফ্রান্স।
## ২০১৫ সালের জানুয়ারিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে ঐ সাময়িকীর কার্যালয়ে জঙ্গি হামলা চালায় আল-কায়েদা। সম্প্রতি ঐ হামলার ঘটনায় করা মামলার বিচার শুরু হয়েছে।
০৫. উজবেকিস্তানের রাজধানীর নাম কী?
উত্তরঃ তাসখন্দ।
০৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ কোনটি?
উত্তরঃ নাইজার।
## জাতিসংঘে নিযুক্ত নাইজারের বর্তমান রাষ্ট্রদূত - আবদু আবারি।
০৭. রাশিয়ার আলোচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে প্রয়োগকৃত রাসায়নিকের (বিষ) নাম কী?
উত্তরঃ নোভিচক।
## সাইবেরিয়া থেকে আকাশপথে মস্কো যাওয়ার পথে চায়ের সাথে তাঁকে এই রাসায়নিক প্রয়োগ করা হয়, চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে গেলে এই বিষ প্রয়োগের কথা প্রমাণিত হয়।
০৮. ‘আন্তর্জাতিক সিডও দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৩ সেপ্টেম্বর।
## সিডও হলোঃ জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ।
০৯. ‘Do Morals Matter?’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ জোসেফ এস নাই, যুক্তরাষ্ট্র।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. খাওয়ার পানিতে কী পরিমাণ আর্সেনিক থাকলে তা আর্সেনিক-দূষিত পানি বলা হয়?
উত্তরঃ প্রতি লিটার পানিতে ১০ মাইক্রোগ্রামের বেশি।
০২. সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে কী বলা হয়?
উত্তরঃ বার্ষিক গতি।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৮৪৬ জন (বাংলাদেশে আক্রান্ত – ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন)।
মোট সুস্থ – ১ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ১০ জন (বাংলাদেশে সুস্থ – ২ লাখ ১১ হাজার ১৬ জন)।
মোট মৃত্যু – ৮ লাখ ৬২ হাজার ২৩০ জন (বাংলাদেশে মৃত্যু – ৪ হাজার ৩৫১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. উয়েফার বর্তমান সদস্যদেশ কতটি?
উত্তরঃ ৫৫টি।
## এই দেশগুলো নিয়ে উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে।
০২. ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ফুটবল ‘ইংলিশ প্রিমিয়ার লিগ’ এর ২০২০-২১ সিজন কবে শুরু হবে?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর, ২০২০.
## স্পেনের লা লিগা শুরুঃ ১১ সেপ্টেম্বর, ২০২০; জার্মানির বুন্দেস লিগা শুরুঃ ১৮ সেপ্টেম্বর, ২০২০; ইতালির সিরি আ শুরুঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০.
#সেরা_উক্তি
“ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি।”
- মাদার তেরেসা।

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]