Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3127
১৫১। খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
- সম্রাট অশোক।
১৫২। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
- কুটিল লিপি।
১৫৩। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?
- খরোষ্ঠী লিপি।
১৫৪। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
- সেন যুগে।
১৫৫। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?
- উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
১৫৬।বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?
- সাময়ীক পত্র।
১৫৭। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?
- চর্যাপদ।
১৫৮। চর্যাপদ রচনা করেন কারা ?
- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
১৫৯। চর্যাপদ কোন যুগের নিদর্শন?
- আদি/ প্রাচীন যুগ।
১৬০। চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
১৬১। চর্যাপদের রচনা কাল কত?
- সপ্তম -দ্বাদশ শতাব্দী।
১৬২। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?
- বঙ্গকামরুপী ভাষায়।
১৬৩। চর্যাপদ কোথায় পাওয়া যায়?
- নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
১৬৪। টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?
- আশ্চর্য চর্যাচয়।
১৬৫। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?
- চর্যাচর্য বিনিশ্চয়।
১৬৬। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
- মুন্ডা ভাষার।
১৬৭। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
- ব্রহ্মী লিপি।
১৬৮। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?
- দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
১৬৯। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?
- ব্রাহ্মী লিপি।
১৭০। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?
- অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
১৭১। আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
- চর্যাগীতি কোষ।
১৭২। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?
- ১১ সংখ্যক পদ।
১৭৩। কত বঙ্গাব্দে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
- ১৩২৩ বঙ্গাব্দে
১৭৪। পুরাণ কোন ভাষায় রচিত?
- সংস্কৃত
১৭৫। চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
- মানিক দত্ত
১৭৬। ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে
- বর্ণ
১৭৭। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ
- ষট্ + ঋতু
১৭৮৷ অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়—
- বিপরীত
১৭৯। ইচ্ছা শব্দের বিশেষণ —
- ঐচ্ছিক
১৮০। নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ শব্দটি—
- বিশেষণ
১৮১। যা বলা হয়নি
- অনুক্ত
১৮২। গুরু শব্দের স্ত্রী লিঙ্গ কি?
- গুর্বী
১৮৩। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?
- ২০ টি
১৮৪। গোঁফ খেজুরে বাগধারার অর্থ
- নিতান্ত অলস
১৮৫। রাবনের চিতা অর্থ হল—
- চির অশান্তি
১৮৬। পহেলা বৈশাখ চালু করেন
- সম্রাট আকবর
১৮৭। হনন করার ইচ্ছা —
- জিঘাংসা
১৮৮। কোনগুলো শিশ ধ্বনি?
- শ,স,ষ
১৮৯। আভরন শব্দের অর্থ –
- অলংকার
১৯০। নন্দিত নরকে যাঁর উপন্যাস
- হুমায়ুন আহমেদ
১৯১। চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত কে?
- প্রমথ চৌধুরী
১৯২। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
- জাপানি
১৯২। অপলাপ শব্দের অর্থ
- অস্বীকার
১৯৩। প্রত্যয়গতভাবে শুদ্ধ —
- উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
১৯৪। পুণ্যে মতি হোক। পুণ্যে শব্দটি কি অর্থে ব্যবহৃত?
- বিশেষ্য রুপে ব্যবহৃত
১৯৫। সমাস ভাষাকে কি করে?
- সংক্ষেপ করে
১৯৬। তিনি দরিদ্র কিন্তু খুব উদার — কোন ধরণের বাক্য
- যৌগিক বাক্য
১৯৭। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্ব
১৯৮। যে ব্যক্তির দুহাত সমান চলে
- সব্যসাচী
১৯৯। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোন শব্দটির?
- ননদ
২০০। পদ মূলত কত প্রকার?
- ২ প্রকার

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    965 Views
    by tamim
    0 Replies 
    793 Views
    by raja
    0 Replies 
    518 Views
    by tasnima
    0 Replies 
    510 Views
    by mousumi
    0 Replies 
    2029 Views
    by romen

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীত[…]

    সরকারি বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান […]