Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#374
১. ‘Read attentively ‘- এটি কোন ধরনের বাক্য ?

উত্তর : Imperative

২. ১৬.৫ এর ১.৩% কত ?

উত্তর : ০.২১৪৫

৩. IMF -এর পূর্ণরুপ কোনটি ?

উত্তর : International Monetary Fund

৪. বিশ্বে প্রথম মহাশূন্যে ভ্রমণকারীর নাম কি ?

উত্তর : ইউরি গ্যাগারিন

৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?

উত্তর : ৭ এপ্রিল , ১৯৭৩

৬. বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদ বিন্দুর অবস্থান কোথায় হবে ?

উত্তর : বৃত্তের কেন্দ্রে

৮. একটি জিনিস ২৪ টাকায় বিক্রি করলে ২০% লাভ হয় । জিনিসটির ক্রয়মুল্য কত ?

উত্তর : ২০ টাকা

৯. ‘Ulysses’ কবিতাটির রচয়িতা কে ?

উত্তর : Alfred Lord Tennyson

১০ . ‘যা কষ্টে জয় করা যায় ‘- বাক্যটি এক কথায় কি হবে ?

উত্তর : দুর্জয়

১১. কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?

উত্তর : ১৪০০ সাল

১২. বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?

উত্তর : ব্যারোমিটার

১৩. ব্যানবেইস-এর তথ্যানু্যায়ী বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর স্ংখ্যা কত ?

উত্তর : প্রায় ১ কোটি ৭০ লাখ

১৪. ভারত- বাংলাদেশ সীমানা চিহ্নিতকরনে মুজিব-ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?

উত্তর : ১৬ মে , ১৯৭৪

১৫. ব্যানবেইস -এর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত ?

( Note: বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স ২০১০ ( ব্যানবেইস ) -এর সর্বশেষ তথ্যানুযায়ী দেশে ছাত্রছাত্রীর অনুপাত প্রাইমারী স্কুলে ৪৯.৫ ও ৫০.৫ , মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬.৬৯ ও ৫৩ .৩১ , কলেজে ৫৫.১ ও ৪৪.৯ এবং মাদ্রাসায় ৪৬.৯৫ ও ৫৩ .০৫ ।

১৬. সার্বিক সেট U = { 1, 2 , 3, 4 , 5, 6 ,} A= {1, 3, 5 }, B= {3 , 5 , 6 } হলে A’ B’ কত হবে ?

উত্তর : { 2 , 4 }
১৭. একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি . প্রস্থ ৬ মি . এবং উচ্চতা ৩ মি . হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে ?

উত্তর : ৮৪ ব. মি.

১৮. কোন পুস্তকটি Charles Dickens -এর লেখা ?

উত্তর : David Copperfield

১৯. ‘I depended ______ his word ‘বাক্যটির শূন্যস্থানে বসবে –

উত্তর : Upon

২০. ‘ অবশেষে ‘ শব্দটির ‘ অব ‘ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত ?

উত্তর : নিম্নে

২১. ‘এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ , পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক ।‘

উত্তর : কবর

২২. ‘ কম্পিউটার ‘- এর জনক কে ?

উত্তর : চার্লস ব্যাবেজ

২৩. সে কঠোর পরিশ্রম করে, তাই না ? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে –

উত্তর : He works hard , doesn’t he ?

২৪. প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি ?

( Note: বর্তমান মতে ৫০ টি ,পূর্বে ছিল ৫৩ টি ।)

২৫. বিশ্ববিখ্যাত ক্রিকেটার ডোনান্ড ব্র্যাডম্যান কত তারিখে মারা যান ?

উত্তর : ২৫ ফেব্রূয়ারি , ২০০১

২৬. জাতিসংঘের বর্তমান মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক ?

আন্তনি গুতেরেস

২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে’ বীরপ্রতীক ‘ প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক ওভারল্যান্ড কোন দেশে জন্ম গ্রহণ করেন ?

উত্তর : হল্যান্ড

২৮. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ 1200 হলে বহুভুজটির বাহুসংখ্যা কত ?

উত্তর : 20

২৯. ‘ He tried all plans ‘বাক্যটির Negative form হবে –

উত্তর : He left no plan untried

৩০. ‘সহোদর ‘ কোন সমাস ?

উত্তর : বহুব্রীহি

৩১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ -নাটকটির লেখক কে ?

উত্তর : সৈয়দ শামসুল হক

৩২. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম কি ?

উত্তর : কিম দায়ে জং

৩৩. বায়ুতে বা শূণ্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত ?

উত্তর : ৩ ১০৮ মিটার

৩৪. দাবায় বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার কে ?

উত্তর : নিয়াজ মোরশেদ

৩৫. সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

উত্তর : মইনুল হোসেন

৩৬. ৫ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ?

উত্তর : ৬২০

৩৭. ১৪ জন সৈনিক ৪ ঘন্টায় একটি ট্রেঞ্জ খনন করতে পারে । ১৮ জন সৈনিক কত সময়ে ট্রেঞ্জটি খননটি করতে পারবে ?

উত্তর : ৩ ঘন্টা

৩৮. কোনটি শুদ্ধ বানান ?

উত্তর : TRANSPARENCY

৩৯. ‘I shall be teaching him ‘বাক্যটির passive form হবে –

উত্তর : He will be being taught by me

৪০. ‘অনুগ্রহ’ -এর বিপরীত শব্দ কোনটি ?

উত্তর : নিগ্রহ

৪১. ‘শেষের কবিতা ‘ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি –

উত্তর : উপন্যাসের নাম

৪২. ইংরেজিতে অনুবাদ করুন:

ক. আমি প্রত্যেক দিন আমার মাকে খবরের কাগজ পড়ে শোনাই।

Ans: I make my mother hear the reading of newspaper everyday.

খ. বাংলাদেশে প্রচুর পাট জন্মায় ।

Ans: A lot of jute grows in Bangladesh .

গ. মেয়েটি নাচতে নাচতে আসছল ।

Ans: The girl was coming dancing .

ঘ. সে কি জানে কিভাবে ফুটবল খেলতে হয় ?

Ans: Does he know how to play football ?

ঙ. তাকে কি বিশ্বাস করা যায় ?

Ans: Can he be trusted ?

চ. তারা আসার আগেই আমি খেতে বসেছিলাম ।

Ans: I had eaten rice before they came .

ছ. এই বাগানের ফুলগুলো দেখতে কি সুন্দর !

Ans: How nice the flowers of this garden are!

জ. ট্রেনটি সময়মত স্টেশন থেকে ছেড়ে যাবে ।

Ans: The train will leave the station on time.

৪৩. বাংলায় অনুবাদ ক্রুন :

ক. There is no greater misfortune in life than blindness .

উত্তর : জীবনে অন্ধত্বের মতো দুর্ভাগ্য আর কিছু নেই ।

খ. An honest man is rapected by all .

উত্তর : সৎলোক সবার দ্বারা সন্মানিত ।

গ. One should pay respect to one’s parents .

উত্তর : সবার উচিত পিতামাতাকে শ্রদ্ধা করা ।

ঘ. Did they come to Bangladesh to celebrate the independence day ?

উত্তর : তারা কি বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে এসেছিল ?

ঙ. He did not teach English in a school .

উত্তর : তিনি বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা দিতেন না ।

চ. The poor does not know what to do .

উত্তর : গরিবেরা জানে না কি করতে হবে ।

ছ. He is a man pleasant personality .

উত্তর : তিনি একজন সুপ্রিয় ব্যক্তিত্বের মানুষ ।

জ. They distributed food grains among the poor .

উত্তর: তারা গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করেছিল ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]