Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2947
১। শওকত ওসমানের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ জননী।
২। 'কাশবনের কন্যা' কার লেখা?
উঃ শামসুদ্দীন আবুল কালাম।
৩। সূর্য দীঘল বাড়ি কোন ধরনের উপন্যাস?
উঃ সামাজিক উপন্যাস।
৪। 'জোঁক' গল্পের রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।
৫। 'ছায়া হরিণ' কার লেখা?
উঃ আহসান হাবীব।
৬। কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
উঃ ১৯৪৭
৭। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি ছিল?
উঃ পানি পথের ৩য় যুদ্ধ।
৮। 'মীর মানস' প্রবন্ধটি কার লেখা?
উঃ মুনীর চৌধুরী।
৯। 'মেঘ বলে চৈত্রে যাব' কার লেখা?
উঃ আহসান হাবীব
১০। পদ্মার পলিদ্বীপ ' কার রচনা?
উঃ আবু ইসহাক।
১১। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে?
উঃ ১৯৫৫
১২। 'দুই হৃদয়ের তীরে' কার লেখা?
উঃ শামসুদ্দীন আবুল কালাম।
১৩। 'মহাপতঙ্গ' কার লেখা?
উঃ আবু ইসহাক।
১৪। 'মায়া কাজল' কার লেখা?
উঃ সুফিয়া কামাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    247 Views
    by mousumi
    0 Replies 
    1877 Views
    by romen
    0 Replies 
    765 Views
    by rafique
    0 Replies 
    120 Views
    by raihan
    0 Replies 
    522 Views
    by sajib

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]