Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2862
সূত্র:দৈনিক পত্রিকা (জুন ২০২০)
০১| সম্প্রতি সদরঘাটের বুড়িগঙ্গায় যে লঞ্চের ধাক্কায় "মর্নিং বার্ড" লঞ্চ ডুবে ৩২ জনের মৃত্যু হয়?
®___ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ২৯ জুন ২০২০ তারিখে ৩২জন পানিতে ডুবে মারা যায়
০২| CDC'র তথ্যমতে করোনাভাইরাসের এখন পর্যন্ত মোট উপসর্গ পেয়েছে?
®___১২টি
০৩| বাংলা একাডেমির বর্তমান সভাপতি হয়েছেন?
®___শামসুজ্জামান খান(৩ বছরের জন্য ২য়বারের মতো সভাপতি হলেন)
০৪| বর্তমানে বীরবিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা কত জন?
®___১৭৬ জন(সর্বশেষ ৬ জুন দুর্বার প্লাটুনের কমান্ডার আব্দুল খালেককে খেতাব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়)
০৫| দেশে বর্তমানে বৈদেশিক রিজার্ভের পরিমাণ কত?
®___৩৫ বিলিয়ন ডলার(আমদানি যত কম এবং রপ্তানি যত বেশি বা স্থিতিশীল রিজার্ভের পরিমাণও তত বাড়বে)
০৬| বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?
®___৪৬টি আরও ৫টি স্থাপনের উদ্যোগ। নারায়ানগঞ্জ, নাটোরে ২টি,মেহেরপুরে ২টি(২০২০-২১ বাজেটে ৮,৪৮৫ কোটি টাকা বাজেট অনুমোদন)
০৭| বর্তমান বিশ্বে Youtube ব্যবহার করে?
®___১৩০ কোটি মানুষ
০৮| Youtube এর যাত্রা শুরু হয়?
®___২০০৫ সালে সাদ হারলি,স্টিভ চেন ও বাংলাদেশের জাভেদ করিমের হাতে(১কোটি ১৫ লাখ ডলার নির্মাণ ব্যয়ে গুগল ২০০৬ সালে কিনে নেয় ১৬৫ কোটি ডলারে)
০৯| ২০২০-২১ বাজেট বক্তৃতা অনুসারে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
®___২,১৭৩ ডলার(২০১৯-২০২০ এ ছিল ১৯০৯ মা.ড.)
১০| চীন আকসাই দখল করে?
®___১৯৬২ সালে
১১| ভারতের বিহার রাজ্যের সাগাউলে কালাপানি-লিপুলেখ-লিম্পুয়াধুরা নিয়ে নেপাল-ব্রিটেনের মধ্যে(১৮১৫) যে ঐতিহাসিক চুক্তি হয় তার নাম?
®___সাগাউলি চুক্তি
১২| বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ(৭০০ কিমি) বিদ্যুৎচমকের ঘটনা ঘটেছে?
®___ব্রাজিলে(সবচেয়ে বেশি স্থায়ী ছিল ১৭ সেকেন্ড আর্জেন্টিনা)
১৩| দেশে সরকারি পাটকল রয়েছে?
®___২৪টি
১৪| ডয়চেভেল যে দেশের সংবাদ সংস্থা?
®___জার্মানির
১৫| জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ?
®___বরিশাল
১৬| নীল নদের পানি প্রবাহিত হয়?
®___১১টি দেশে
১৭| "ব্লু নাইল ড্যাম"কী?
®___নীল নদের পানি বণ্টনের প্রকল্প
১৮| আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস?
®___২৬ জুন
১৯| করোনায় আক্রান্ত প্রায়?
®___২১৩টি দেশ ও অঞ্চলে ১কোটি মানুষ
২০| সম্প্রতি চীনে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে?
®___জিনফাদো নামক মার্কেটে
২১| "টাটোপানি ও রসুয়াগাড়ি" কী?
®___চীনের সাথে থাকা নেপালের সীমান্ত গেট
২২| "রাফাল" কী?
®___ফান্সের তৈরি ভারতের কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান
২৩| সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে সর্বসম্মতিতে পাশ হয়?
®___হংকং স্বায়ত্তশাসন আইন
২৪| "আকুপাংচার"কী?
®___চীনে প্রচলিত এক ধরনের চিকিৎসা
২৫| নেপালে প্রতিবছর "জাতীয় ধান দিবস" পালিত হয়?
®___২৯ জুন

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]