Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2829
#বিষয়ঃ বাংলা।

১. 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
-মানিক বন্দ্যোপাধ্যায়।

২. 'চাষাভূষার কাব্য' কার লেখা?
-নির্মলেন্দু গুন।
নির্মলেন্দু গুনের অন্যান্ন গল্প- না প্রেমিক না বিপ্লবী, প্রেমাংসুর রক্ত চাই, শিয়রে বাংলাদেশ।

৩.কোনটি রবীন্দ্রনাথের রচিত নয়?
-দোলন চাঁপা।
এটি নজরুলের কাব্যগ্রন্থ। দোলন চাঁপা কাব্যগ্রন্থের প্রথম কবিতা "আজ সৃষ্টি সুখের উল্লাসে।"

৪. "ক্ষীয়মান" এর বিপরীত শব্দ কি?
-বর্ধমান।
অনেকে ভুলে বর্ধিষ্ণু মনে করেন, আসলে ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ বর্ধিষ্ণু।

৫. "মানচিত্র" নাটক রচনা করেন কে?
-আনিস চৌধুরী।

৬. "জীবন-প্রভাত" কোন ধরনের উপন্যাস?
-ঐতিহাসিক।

৭. "কাননে কুসুম কলি সকলি ফুটিল" এই বাক্যে 'কাননে' কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে সপ্তমি।
কারণ, কাননে শব্দে 'এ' থাকার কারণে ৭মী বিভক্তি আর কানন মানে বাগান, যা স্থান নির্দেশ করে, তাই অধিকরণ কারক।

৮. "কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর" এই অমর পঙত্তির রচয়িতা কে?
-শেখ ফজলুল করিম।

৯. 'মিতালী' কোন প্রকৃতির শব্দ?
-যৌগিক শব্দ।


১০. "বিষাদ সিন্ধু" উপন্যাসের নায়কের নাম কি?
-ইমাম হোসেন।
অনেকে এজিদকে নায়ক মন করলেও এজিদ নায়ক না।

১১. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
-সমীচীন, বাল্মীকি।

১২. 'ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে' কোন ধরনের গান?
-ভাওয়াইয়া গান।
রংপুর অঞ্চলের গান ভাওয়াইয়া। আর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান ভাটিয়ালি।

১৩. অনূদিত গ্রন্থ 'নিঃসঙ্গতার একশ বছর' এর মূল লেখক কে?
-গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।

১৪. 'সাহিত্যের কাছে প্রত্যাশা' কার লেখা বই?
-যতীন সরকার।

১৫. ম্যাক্সিম গোর্কির 'মা' মূল কোন ভাষায় রচিত?
-রুশ ভাষায়।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1185 Views
    by sajib
    0 Replies 
    817 Views
    by kajol
    0 Replies 
    341 Views
    by tasnima
    0 Replies 
    462 Views
    by mousumi
    0 Replies 
    289 Views
    by raihan

    বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এন্ড কলেজ) শেরে[…]

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]