Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2781
1. । বাংলাদেশের সংসদ ভবন এলাকার ভলিউম (আকার) কত
বছর । 215 একর
2. । বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলাসমূহ ____
Ans. 32
3. Which is the first warship (যুদ্ধজাহাজ) made in the country?
Ans. BNS Padma (বানৌজা পদ্মা)
বাংলাদেশের 4. টি রাজনৈতিক সামুদ্রিক সীমানা
উত্তর । 12 নটিক্যাল মাইল
5. । পদ্মা সেতুর প্রস্থ কত
Ans. 18.10 m
6. । মুক্তিযুদ্ধের সময় 'মুজিব নগর' কোন সেক্টরে অন্তর্ভুক্ত হয়েছিল?
উত্তর । সেক্টর আট
7. । পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
Ans. 3rd
8. । বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি
উত্তর । যশোর
9. । বাংলাদেশের সর্ববৃহৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোনটি?
Ans. Sayedabad (সায়েদাবাদ)
10. । বাংলাদেশের সরকারি ই-কমার্স প্লাটফর্মের নাম ______
Ans. Ek- Shop (একশপ)
11. বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর?
Ans. Nazneen Sultana
12. । বাংলাদেশে 'ক্লাউড স্টোর' সেবা চালু করেছে কোন সংস্থা?
Ans. Grameenphone
13. । সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিম্নলিখিতের মধ্যে কোনটি বাতিল করে?
উত্তর । পনেরতম সংশোধিত মাধ্যমে
14. বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত 'ডাক ভবন' এর স্থান ___
Ans. Agargaon, Dhaka.
15. । 'রেইডার' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর দিন । কাবাডি কাবাডি
16. । 'ব্ল্যাক ফরেস্ট' কোন দেশে অবস্থিত?
উত্তর । জার্মানি
17. । পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটি 2020?
Ans. Tokyo (টোকিও)
18. । কোন দেশকে 'এশিয়ার থান্ডারবোল্ট' বলা হয়?
Ans. Bhutan
19. । নিচের কোন গ্রহটি সবচেয়ে উজ্জ্বল?
Ans. Venus (শুক্র)
20. ইতালির প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন কোথায়?
Ans. Palazzo Chigi (পালাজ্জো চিগি)
21. হেলভেটিয়া এর পুরাতন নাম ______
উত্তর । সুইজারল্যান্ড
22. 'লাটাকিয়া' এর সমুদ্রবন্দর ______
উত্তর । সিরিয়া সিরিয়া
23. । পৃথিবীর প্রাচীনতম সংসদ কোনটি?
উত্তর । সবকিছু (আইসল্যান্ড)
24. বলশেভিক বিপ্লব কোন দেশের সাথে যুক্ত?
উত্তর । রাশিয়া
25. । বিশ্বের বিখ্যাত সেতু 'গোল্ডেন গেট' অবস্থিত ______
উত্তর । সান ফ্রান্সিসকো
26. । উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর । জিমি ওয়েলস
27. । কে প্রথম ব্লাড ব্যাংক সম্পর্কে ধারণা লাভ করে?
উত্তর । চার্লস ড্রিউ
28. ফুল, ফল ও শাকসবজি চাষের শিল্প ও বিজ্ঞানকে বলা হয় ______
উত্তর । হর্টিকালচার ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    899 Views
    by tamim
    0 Replies 
    747 Views
    by raja
    0 Replies 
    678 Views
    by mousumi
    0 Replies 
    1064 Views
    by kajol
    0 Replies 
    982 Views
    by raihan

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]