Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2565
জন্মঃ ১৮৬১ সালের ৭মে; ২৫ বৈশাখ ১২৬৮ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে।
মৃত্যুঃ ৭ আগস্ট ১৯৪১ ; ২২ শ্রাবণ ১৩৪৮।
#ব্যক্তিগত তথ্যঃ
★বাবা- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ; মা- সারদা দেবী।
★তিনি পিতামাতার ১৪শ সন্তান।
★তাঁরা খুলনা দক্ষিণডিহি থেকে কলকাতায় গিয়েছিলেন।
★তাঁরা ব্রাহ্মধর্মের অনুসারী।
★বাংলা সাহিত্যে ১ম সব্যচাসী লেখক।
★১৮৮৩ সালে ভবতারিণী দেবী/মৃণালিনী দেবীকে বিবাহ করেন।(খুলনা)
★তাঁর বৌঠান -কাদম্বরী দেবী।
★বংশের নাম- পিরালি ব্রাহ্মণ
★পারিবারিক উপাধি- কুশারী
#উপাধিঃ
১. জীবনশিল্পী- অন্নদাশঙ্কর রায়
২. বিশ্বকবি- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৩. কবিগুরু- ক্ষিতিমোহন সেন
৪. গুরুদেব- মাহাত্মাগান্ধী
৫. ভারতের মহাকবি- চীনা কবি চি সি লিজন
৬. কবি সার্বভৌম- সংস্কৃত কলেজ
৭. পরম গুরু- পুরীর রাজা
৮. ভারত ভাস্কর- ত্রিপুরারাজ
#ছদ্মনামঃ
★ভানুসিংহ ঠাকুর। এই ছদ্মনামে তিনি ভানুসিংহের পদাবলী রচনা করেন।
#উপাধিঃ
★ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি প্রদান করে- ১৯৩৬ সালের ২৯ জুলাই।
#প্রথম রচনাঃ
★১ম প্রকাশিত কবিতা- ভারতী পত্রিকায় প্রকাশিত অভিলাষ(১৮৭৪)
★১ম প্রকাশিত কাব্যগ্রন্থ - কবিকাহিনি(১৮৭৮ সালে)
★১ম প্রকাশিত নাটক- বাল্মীকি প্রতিভা(১৮৮১)
★১ম প্রকাশিত উপন্যাস- বৌঠাকুরানির হাট(১৮৮৩)
★১ম প্রকাশিত ছোটগল্প- ভিখারিনী(১৮৭৪)
★১ম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- বিবিধ প্রসঙ্গ(১৮৮৩)
#শেষ রচনাঃ
★রবীন্দ্রনাথ এর শেষ গ্রন্থ- শেষ লেখা। এটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
#নোবেল পুরস্কারঃ
★গীতাঞ্জলি প্রকাশিত হয়-১৯১০ সালে। এটি একটি গীতিকবিতার বই।
★রবীন্দ্রনাথ ১৯১২ সালে এটির ইংরেজি অনুবাদ করেন Song offeringss নামে।
★ইংরেজি কবি W B Yeats গ্রন্থটির Song offerings এর ভূমিকা লিখে দেন।
★১৯১৩ সালে Song offerings এর জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
★২০০৪ সালের ২৪ মার্চ শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়ে যায়।
#রবির সৃষ্টিঃ
কাব্যগ্রন্থ-৫৬টি, গীতিপুস্তক- ৪টি, ছোটগল্প -১২৯টি, উপন্যাস- ১২টি, ভ্রমণ কাহিনি- ৭টি, নাটক- ২৯টি, কাব্যনাট্য - ১৯টি, চিঠিপত্রের বই- ১৩টি, গানের সংখ্যা- ২২৩২টি, অঙ্কিত চিত্রাবলি- ২ হাজারের বেশি।
#জাতীয় সংগীতে রবিঃ
"আমার সোনার বাংলা " কবিতার প্রথম ১০ লাইন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম ৪ লাইন। কবিতায় মোট লাইইন ২৫টি। সুরকার - রবীন্দ্রনাথ, স্বরলিপিকার- ইন্দিরা দেবী। গীতবিতান গ্রন্থে অন্তর্ভুক্ত।
১৯০৫ সালে ৭ আগস্ট কলকাতা, টাউন হলে প্রথম গাওয়া হয়। ১৯০৫ সালে সঞ্জীবনী ও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এর সুর নেওয়া হয় বাউল কবি গগন হরকরার "আমি কোথায় পাববো তারে " গান থেকে।
#সাধারণ তথ্যঃ
★নির্ঝরের স্বপ্নভঙ্গ - কবিতাটি প্রভাতসঙ্গীত কাব্যগ্রন্থে।
★আত্মজীবনীমূলক গ্রন্থ- জীবনস্মৃতি ও ছেলেবেলা।
★লালনের গান প্রথম সংগ্রহ করেন- রবীন্দ্রনাথ (২৯৮টি)
★১৯১৫ সালে বৃটিশ সরকার তাকে "নাইট" উপাদি দিয়েছিলো। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।
★নিজে ১৩ টি নাটকে অভিনয় করেন।
★হিন্দু মুসলিম মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ "রাখিবন্দন" উৎসব সূচনা করেন।
★শান্তিনিকেতনে স্থায়ী বসবাস শুরু করেন- ১৯০১ সাল থেকে।
★নিজের আঁকা ছবিগুলোকে বলতেন- শেষ বয়সের প্রিয়া।
★বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক - রবীন্দ্রনাথ, ২য় - বিষ্ণু দে
★১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে লেখা- বাংলার মাটি বাংলার জল
★রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে লেখা দ্বিজেন্দ্রলালের নাটক- আনন্দ বিদায়
★নজরুল তাঁর মৃত্যুতে লেখেন- রবিহারা
★সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালির তালিকায়- ২য়
★ঢাকায় আসেন- ২ বার (১৮৯৮ ও ১৯২৬)
★১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি কার্জন হলে ১ম বক্তব্য করেন- The Meaning of art শিরোনামে। ২য় বক্তব্যের শিরোনাম- The Rule Of Gaint শিরোনামে।
★জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে লেখেন- এই কথাটি মনে রেখো/তোমাদের এই হাসি খেলায় /আমি এ গান গিয়েছিলাম।
★স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে লেখা- স্মরণ
★প্রথম কবিতা সংকলন- চয়নিকা। শ্রেষ্ঠ কবিতা সংককলন- সঞ্চয়িতা।
#রবির উৎসর্গঃ
★নজরুলকে উৎসর্গ করেন- বসন্ত(গীতিনাট্য)
★আর্জেন্টাইন মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি পূরবী(১৯২৫) কাব্য উৎসর্গ করেন। তিনি তাঁর নাম দেন- বিজয়া।
★ কালের যাত্রা নাটকটি -শরৎকে উৎসর্গ করেন।
#রবীন্দ্রনাথ রচিত অতিপ্রাকৃতিক গল্পের নাম মনে রাখতে -
তুমি একই সাথে 'জীবিত ও মৃত' না হলে 'নিশীথে' 'কংকালের' হাতে 'সম্পত্তি' 'সমর্পণ' করে 'মনিহারা' সাপের মত 'ক্ষুধিত পাষান' হয়ে 'গুপ্তধন' খুঁজতে না ।
এই বাক্যে
১। জীবিত ও মৃত
২। নিশীথে
৩। কংকাল
৪। সম্পত্তি
৫। সমর্পণ
৬। মনিহারা
৭। ক্ষুধিত পাষাণ
৮। গুপ্তধন
এগুলো রবীন্দ্রনাথ রচিত অতিপ্রাকৃতিক গল্প।
#রবীন্দ্রনাথ রচিত রোমান্টিক গল্পের নাম মনে রাখতে-

সুন্দরী 'প্রতিবেশিনীর' সাথে 'একরাত্রি' 'নষ্টনীড়'-এ ছিলাম। কিন্তু 'অতিথি' 'মধ্যবর্তিনী' হয়ে আমার 'মহামায়ার' 'সমাপ্তি' ঘটালো। আমিতো 'মাল্যদান' ও 'শুভদৃষ্টির'-পর্যন্ত পরিকল্পনা করে ফেলেছিলাম।

এই বাক্যে
১। প্রতিবেশিনী
২। একরাত্রি
৩। নষ্টনীড়
৪। অতিথি
৫। মধ্যবর্তিনী
৬। মহামায়ার
৭। সমাপ্তি
৮। মাল্যদান
৯। শুভদৃষ্টির
এগুলো রবীন্দ্রনাথ রচিত রোমান্টিক গল্প।
#রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সহজে মনে রাখুন:
★উপন্যাসঃ
দুইবোন এত চতুর ছিল যে, চোখের বালি দিয়ে রাজর্ষির সাথে যোগাযোগ করত ঘরের বাহিরে। শেষের কবিতা উপন্যাসের চার অধ্যায়ে গোরা বারবার মালঞ্চির জন্য বৌ ঠাকুরাণীর কাছে করুণা চাইল।
১. দুইবোন
২. চতুরঙ্গ ( চতুর) ছোটগল্পধর্মী উপন্যস।
৩. চোখের বালি (মহেন্দ্র, বিনোদিনী, আশালতা) বাংলা সাহিত্যের ১ম মনস্তাত্ত্বিক উপন্যস।
৪. রাজর্ষি
৫. যোগাযোগ (মধুসূদন, কুমমুদিনী, বিপ্রদাস)
৬. শেষের কবিতা(অমিত লাবণ্য, কেতকী)
৭. চার অধ্যায়(অতীন, ইন্দ্রনাথ,এলা)
৮. গোরা(গোরা, সুচরিতা, ললিতা, বিনয়)
৯. মালঞ্চ
১০. বৌ ঠাকুরাণীর হাট
১১. করুণা
১২. ঘরে বাহিরে (বিমলা, নিখিলেশ) চলিত ভাষায় রচিত ১ম উপন্যস।
১৩. নৌকাডুবি(রমেশ, হেমনলিনী কমলা)
★নাটক :
রাজা ও রাণী তাসের দেশে নটির পূজা করতে বসন্তকালের যাত্রায় রুদ্রচন্দ্রকে বিসর্জন দিয়ে বাল্মীকির প্রতিভাকে অচলায়তন করলেন। এই শুনে চিত্রাঙ্গদা অরূপবতী শ্যামাকে নিয়ে ডাকঘরে বসে মুক্তমনে তপসী জপতে শুরু করলেন। সেখানে আরো উপস্থিত ছিল রক্তকরবী, চন্ডালিকা ও মালিণী।
১. রাজা ও রাণী
২. তাসের দেশ
৩. নটির পূজা
৪. বসন্ত
৫. কালের যাত্রা
৫. রুদ্রচন্ড
৬. বিসর্জন (শ্রেষ্ঠ কাব্যনাটক)
৭. বাল্মীকির প্রতিভা
৮. অচলায়তন
৯. চিত্রাঙ্গদা ( নৃত্যনাট্য)
১০. অরূপরতন (অরূপবতী)
১১. শ্যামা (নৃত্যনাট্য)
১২. ডাকঘর
১৩. মুক্তধারা ( মুক্তমনে)
১৪. তাপসী ( তপসী)
১৫. রক্তকরবী (নন্দিনী, রাজা, রঞ্জন)
১৬. চন্ডালিকা
১৭. মালিণী
১৮. রাজা
★কাব্যগ্রন্থ :
পূরবী ভানুসিংহ ঠাকুরের কবিকাহিনী নিয়ে বনফুল ও গীতাঞ্জলী লিখেছে। কিন্তু পুনশ্চ এর কথা ও কাহিনী নবজাতক লেখকেরা তাদের জন্মদিনে সানাই বাজিয়ে বিচিত্র চৈত্রালিকে উৎসর্গ করলেন। শেষসপ্তাহের সন্ধ্যায় গীতালি ও সঞ্চয়িতা গীত গাইতে গাইতে ও গল্পসল্প করতে করতে ক্ষণিকের মধ্যে বলাকার বাড়িতে উপস্থিত হল। পরিশেষে শেষলেখায় বলতে চাই, মানসী ও শ্যামলী আরগ্য হয়ে মহুয়া মনে প্রভাত সংগীতে ও ছড়ায় খেয়া পুরষ্কার পেল।
১. পূরবী
২. ভানুসিংহ ঠাকুরের পদাবলি
৩. কবিকাহিনী
৪. বনফুল
৫. গীতাঞ্জলী
৬. লেখন। (লিখেছে)
৭. পুনশ্চ
৮. কথা ও কাহিনী
৯. নবজাতক
১০. জন্মদিনে
১১. সানাই
১২. বিচিত্রতা
১৩. চৈত্রালি
১৪. চিত্রা
১৫. উৎসর্গ
১৬. শেষসপ্তক
১৭. সন্ধ্যা সংগীত
১৮. গীতালি
১৯. সঞ্চয়িতা
২০. গীতবিতান
২১. গল্পসল্প
২২. ক্ষণিকা
২৩. বলাকা
২৪. পরিশেষ
২৫. শেষলেখা
২৬. মানসী
২৭. শ্যামলী
২৮. আরগ্য
২৯. মহুয়া
৩০. প্রভাত সংগীত
৩১. ছড়ার ছবি
৩২. খেয়া
★প্রহসন:
চিরকুমার সভার সভাপতি বৈকুন্ঠের আর শেষ রক্ষা হলো না।
১. চিরকুমার সভা
২. বৈকুণ্ঠের খাতা
৩. শেষ রক্ষা
★পত্রসাহিত্যঃ
১. ছিন্নপত্র(ইন্দিরাদেবীকে উদ্দেশ্য করে লেখা)
২. পথে ও পথের প্রান্তরে(নির্মল কুমমারী মহলানবিশ)
৩. ভানুসিংহের পত্রাবলী( রানু অধিকারীকে)
## গোলাম মোর্শেদ ##
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    103 Views
    by masum

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]