Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2358
রম্যরচনা
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় – নববাবু বিলাস, নববিবি বিলাস ও কলিকাতা কমলালয়।
সৈয়দ মুজতবা আলী – পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকন্ঠী ও টুনিমেম।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – কমলা কান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত ও লোক রহস্য।
আবুল মনসুর আহমেদ – আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা ও গ্যালিভারের সফরনামা।
তাজাকলম – চেনা মানুষের ইতিকথা।
নূরুল মোমেন – বহুরূপা।
কাজী দীন মোহাম্মদ – গোলকচন্দ্রের আত্নকথা।
মুহাম্মদ আব্দুল হাই – তোষামদ ও রাজনীতির ভাষা।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। নিচের কোনটি রম্য রচনা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক (গ্রেড-২): ০৩]
- পঞ্চতন্ত্র
২। ‘টুনি মেম’ কোন ধরনের রচনা? [তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী গ্রেড-২: ০৪]
- রম্য রচনা
৩। ব্যঙ্গ রসাত্নক রচনা কোনটি? [সমাজসেবা অফিসার: ০৬]
- ফুড কনফারেন্স
৪। নিচের কোনটি ব্যঙ্গ রচনা- [তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক: ০৪]
- আয়না

ভ্রমণকাহিনী
জসীম উদ্দিন – চলে মুসাফির, যে দেশে মানুষ বড়।
মুহম্মদ আব্দুল হাই – বিলেতে সাড়ে সাতশ দিন।
শহীদুল্লাহ কায়সার – পেশোয়ার হতে তাসখন্দ।
ইব্রাহীম খা – ইস্তাম্বুল যাত্রীর পত্র।
অন্নদাশঙ্কর রায় – পথে ও প্রবাসে।
যাযাবর – দৃষ্টিপাত।
ডঃ মুহম্মদ এনামূল হক – বুলগেরিয়া ভ্রমণ।
সৈয়দ মুজতবা আলী – দেশে-বিদেশে (কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে)।
জহুরুল হক – সাত সাঁতার (আমেরিকা ভ্রমণকাহনী)।
সানাউল হক – বন্দর থেকে বন্দর (অস্ট্রেলিয়া ভ্রমণকাহিনী)।
ফজল শামসুজ্জামান – অন্য পৃথিবী (অস্ট্রেলিয়া ভ্রমণকাহিনী)।
আ.ন.ম বজলুর রশীদ – দ্বিতীয় পৃথিবীতে।
ইসমাইল হোসেন সিরাজী – তুরস্ক ভ্রমণ।
রবীন্দ্রনাথ ঠাকুর – য়ুরোপ প্রবাসীর পত্র, জাভা যাত্রীর পত্র, জাপান যাত্রী ও রাশিয়ার চিঠি।
বেগম সুফিয়া কামাল – সোভিয়েতের দিনগুলি।
সৈয়দ আলী আহসান – প্রেম যেখানে সর্বস্ব।
সঞ্জীব চট্টোপাধ্যায় – পালামৌ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? [সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১]
- চলে মুসাফির
২। জসীম উদ্দীনের ‘চলে মুসাফির’ কি ধরনের রচনা? [সাব-রেজিস্ট্রারঃ ০৩]
- ভ্রমণ কাহিনী
৩। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? [তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক (গ্রেড-২): ০৩]
- ভলগা থেকে গঙ্গা

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]