Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2247
৪১তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট - ০১: পার্ট ০২

আন্তর্জাতিক বিষয়াবলি---------------------------- ২০
১০১. DIASPORA হলো -
- একটি জাতিগোষ্ঠী যারা নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে
১০২. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর প্রস্তাবক -
- বাংলাদেশ
১০৩. ১৯৫৫ সালে NAM-এর বান্দুং সম্মেলনে কয়টি নীতি গৃহীত হয়?
- ১০টি
১০৪. ‘রিফিইজি’ শব্দটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত-
- ইউএনএইচসিআর
১০৫. ভূ-রাজনীতির ফলে গড়ে ওঠেছে যে সংস্থাটি-
- ASEAN
১০৬. সার্বভৌমত্বহীন (De facto) ভূখন্ড -
- তাইওয়ান, হংকং, গ্রীনল্যান্ড
১০৭. বর্তমানে সার্কের আঞ্চলিক কেন্দ্র -
- ৫টি
১০৮. নাগরিকদের একাকিত্ব দূর করতে নিঃসঙ্গ মন্ত্রণালয় গঠন করে-
- যুক্তরাজ্য
১০৯. বৈদেশিক নীতিমালা পর্যালোচনা করার অন্যতম পদ্ধতি -
- ভূরাজনীতি
১১০. ইথিওপিয়ার রাজধানীর নাম -
- আদ্দিস আবাবা
১১১. ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার লক্ষ্যে গঠিত গ্রুপের নাম -
- P5 + 1
১১২. টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) - এর সহযোগী টার্গেট -
- ১৬৯টি
১১৩. নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- বিহার
১১৪. সংবিধান অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ন্যূনতম বয়স -
- ৪৩ বছর
১১৫. দ্বিতীয় নারী হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি -
- রাবাব ফাতেমা
১১৬. পৃথিবীর সবচেয়ে বেশি মাছ উৎপাদনকারী দেশ -
- চীন
১১৭. মানব ইতিহাসে ১৯১৭ সাল কেন গুরুত্বপূর্ণ?
- অক্টোবর বিপ্লব
১১৮. ‘মংডু’ কোন দুই দেশের সীমান্ত এলাকা?
- বাংলাদেশ-মিয়ানমার
১১৯. NAM হলো একটি -
- আন্দোলন
১২০. WIPO-এর সদরদপ্তর -
- জেনেভা
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
১২১. আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত?
- কাশ্মীর
১২২. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিত রেখা -
- সনেরো লাইন
১২৩. বাংলাদেশের টারশিয়ারি ভূমিরূপ কী দ্বারা গঠিত?
- বালি-পলি-কর্দম
১২৪. ‘বদ্বীপ’ নদীর কোন পর্যায়ে সৃষ্টি হয়?
- শেষ পর্যায়ে
১২৫. বিচূর্ণীভবন প্রক্রিয়ায় -
- শিলাকণা আলগা হয় এবং চূর্ণবিচূর্ণ হয়
১২৬. পৃথিবী ‘Blue Planet’ নামে পরিচিত কেন?
- বিপুল পরিমাণ জলরাশির জন্য
১২৭. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?
- স্পেন
১২৮. ‘পৃথিবীর ফুসফুস’ নামে পরিচিত আমাজন বনাঞ্চলের বিস্তৃতি দক্ষিণ আমেরিকার -
- ৯টি দেশে
১২৯. বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ -
- ভুটান
১৩০. কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
সাধারণ বিজ্ঞান ---------------------- ১৫
১৩১. DENV - ভাইরাস কোন রোগের?
- ডেঙ্গু
১৩২. কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
- স্ক্যার্ভি
১৩৩. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -
- গামা রশ্মি
১৩৪. ডেঙ্গু জ্বরের বহনকারী ভাইরাসের নাম -
- ফ্ল্যাভি ভাইরাস
১৩৫. কাদের ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি?
- মেদবহুল ব্যক্তির
১৩৬. শারীরবিদ্যার জনক-
- ভেসালিয়াস
১৩৭. রিখটার স্কেল দিয়ে মাপা হয় -
- ভূমিকম্পের তীব্রতা
১৩৮. সর্বোত্তম তড়িৎ পরিবাহী -
- তামা
১৩৯. বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
- বেকিং সোডা
১৪০. বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে বলা -
- প্লাঙ্কওয়াল
১৪১. ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি?
- মশা
১৪২. সেরিকালচার হলো -
- রেশম পালন বিদ্যা
১৪৩. কোন যন্ত্রটি দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচনের লক্ষে মৌলিক কণিকাগুলো বিশ্লেষণ করেন?
- Large Hadron Collider (LHC)
১৪৪. নিচের কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ?
- কাঁঠাল
১৪৫. পানিতে কোন ভিটামিন দ্রবণীয়?
- B ও C

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি----------------------১৫
১৪৬. কোনটিকে সামাজিক অন্তর্জাল (Social Network) বলে?
- Facebook
১৪৭. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
- ডিরেক্টর
১৪৮. ডেটা সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না -
- ডিজিএ
১৪৯. ন্যানো সেকেন্ড হলো -
- এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
১৫০. Key Board- এর F1 - F12 বোতামগুলোকে বলা হয় -
- Function Key
১৫১. ট্রানজিস্টর তৈরিতে প্রয়োজন -
- অর্ধপরিবাহী
১৫২. ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম -
- সিলিকন
১৫৩. ইলেকট্রনিক্সের শুরু হয় -
- ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
১৫৪. Mouse একটি -
- Input device
১৫৫. আই সি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার -
- আইবিএম সিস্টেম-৩৬০
১৫৬. ওয়াইম্যাক্স হলো -
- ওয়ারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি
১৫৭. নিচের কোনটি বর্তমান পৃথিবীতে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে?
- প্লেজারিজম
১৫৮. যন্ত্র দিয়ে তৈরি ই-মেইলকে বলা হয় -
- স্প্যাম
১৫৯. অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে -
- ক্রায়োসার্জারী
১৬০. ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম -
- এট দ্য রেট অফ

গাণিতিক যুক্তি ---------------------১৫
১৬১. 2 ≤ x ≤ 8 সমাধানটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে কোনটি পাওয়া যায়?
- ।x - 5। ≤ 3
১৬২. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ৭০
১৬৩. ০.০২৫ এর শতকরা ১ ভাগ কত?
- ০.০০০২৫
১৬৪. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
- ৪ গ্রাম
১৬৫. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত হবে?
- ৮৪ টাকা
১৬৬. x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক -
- x+y-1
১৬৭. x2 - √5x+1= 0 হলে, x2 - 1/x2 এর মান কত?
- √5
১৬৮. log2 16 এর মান কত?
- 4
১৬৯. একটি ত্রিভুজর ১ম কোণটি যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণটি যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয়, তবে প্রথম কোণটি কত ডিগ্রি?
- ৯০°
১৭০. সমবাহু ত্রিভুজের বাহ্রর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল হবে-
- √3/4 a2
১৭১. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
- ৯গুণ
১৭২. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো -
- ২
১৭৩. A = {1,2,3}, B = Ø হলে, A U B = কত?
- {1,2,3}
১৭৪. ‘LEADER’ শব্দের বর্ণগুলোকে মোট কতবার বিন্যস্ত করা যায়?
- ৩৬০
১৭৫. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার হেড পড়ার সম্ভাবনা কত?
- ৩/৪
মানসিক দক্ষতা --------------------১৫
১৭৬. 0.001 এর সাথে কত গুণ করলে 0.1 হবে?
- 100
১৭৭. ‘E T E X E R M’ by arranging the jumple letters make a meaningful word in noun form.
- Extreme
১৭৮. ‘বৃত্ত’ যদি ‘বর্গ’- এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’-এর সাথে কোনটি সম্পর্কিত?
- গোলক
১৭৯. নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
- ৮টি
১৮০.
১৮১. তানিয়া প্রথমে ১২ কি মি. যায় উত্তরে। পরে ১২ কি মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি. মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
- ১৩.৪২ কি. মি.
১৮২. একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
- উত্তর দিকে?
১৮৩. যদি, ৫+৩= ২৮, ৯+১= ৮১০, ২+১ = ১৩ হয় তবে, ৫+৪ = কত?
- ১৯
১৮৪. Give the serial order in which the following word will come in the dictionary?
- Beat
১৮৬. আগামী পরশু রাজ্জাকের জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কী বার হবে?
- বুধবার
১৮৭. যদি ৬ জন বালক ৬ মিনেটে ৬ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?
- ৬
১৮৮. নিচের অক্ষরগুলো দিয়ে শব্দ গঠন করুন-
র লা দা প ফ ল
- ফপরদালাল
১৯০. ঝন্টু, নান্টু, পিন্টু ও লাল্টু একটি সারিতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে। নান্টু আর মিন্টু মাঝখানে ঝন্টু। পিন্টু বাম দিক দিয়ে নান্টুর ঠিক পরে। নান্টু বাম দিক থেকে দ্বিতীয়। লাল্টু সারিটির কোনো একদিক থেকে সকলের শেষে। কে সারির অন্য প্রান্তে রয়েছে?
- পিন্টু
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন --------------১০
১৯১. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
- ঐচ্ছিক ক্রিয়া
১৯২. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
- সৃজনশীলতা
১৯৩. কোন প্রতিষ্ঠানের সফলতা কীসের ওপর নির্ভর করে?
- ফলপ্রসূ শাসনকার্য
১৯৪. ‘সুবর্ণ মধ্যক’ ধারণার প্রবর্তক-
- এরিস্টটল
১৯৫. ক্রেডিট জালিয়াতি, কর ফাঁকি, ঘুষ, বীমা জালিয়াতি ইত্যাদি কোন ধরনের অপরাধ?
- ভদ্রবেশী
১৯৬. টেকসই অর্থনৈতিক উন্নয়নে সর্বাগ্রে নিশ্চিত করা প্রয়োজন কোনটি?
- ন্যায়বিচার ও মুল্যবোধ
১৯৭. জাতির পরিচয়ের মানদণ্ড -
- সাংস্কৃতিক মূল্যবোধ
১৯৮. একটি জাতির বহিঃপ্রকাশ -
- সংস্কৃতি
১৯৯. মূল্যবোধের চালিকাশক্তি -
- শিক্ষা
২০০. মূল্যবোধ অর্জনের প্রধান উৎস -
- পরিবার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5747 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1310 Views
    by sajib
    0 Replies 
    926 Views
    by kajol
    0 Replies 
    969 Views
    by tamim
    0 Replies 
    798 Views
    by raja

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীত[…]

    সরকারি বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান […]