Page 1 of 1

৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

Posted: Mon Jan 13, 2020 9:48 pm
by rana
৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
পূর্ণমান ১০
- প্রতিটি শিশুই যে মূল্যবোধ নিয়ে জন্মায় - ব্যক্তিগত মূল্যবোধ।
- প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় - সুশাসন।
- সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি - সহনশীলতা।
- ব্যক্তিগত মূল্যবোধ লালন করে - স্বাধীনতাকে।
- মূল্যবোধ যে ধরনের প্রত্যয় - আপেক্ষিক।
- সর্বজনীন মানবাধিকার সনদটি সাক্ষরিত হয় - ১৯৪৮ সালে।
- নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি - সমাজ।
- রাষ্ট্র ও জনগণের মধ্যে নিবিড় যোগসূত্র স্থাপন করে - সুশাসন।
- আইনের প্রাচীনতম ভিত্তি হলো - প্রথা।
- নৈতিক শক্তির প্রধান উপাদান - সততা ও নিষ্ঠা।
- সামাজিক মূল্যবোধের ভিত্তি - আইনের শাসন, সাম্য ও নৈতিকতা।
- আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় - মানুষ ও সমাজ।
- মূল্যবোধ শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন - পারিবারিক শিক্ষা।
- সংবাদপত্রের স্বাধীনতা যে ধরনের অধিকার - সামাজিক অধিকার।
- একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ - জনকল্যাণ।
- সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান - মূল্যবোধ।