Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2244
৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান
পূর্ণমান ১৫
- জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র - জাইরোকম্পাস।
- তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া - বিকিরণ।
- যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি হয় - লাল, নীল ও সবুজ।
- Nuclear reactor-এ গতি মন্থরক হিসেবে ব্যবহৃত হয় - ক্যাডমিয়াম বা বোরন দণ্ড বা গ্রাফাইট।
- সর্বশেষ আবিষ্কৃত মৌলিক কণা হলো - হিগস-বোসন কণা (God particle)।
- গলনাংক, স্ফুটনাংক এবং ঘনত্ব - পদার্থের ভৌত ধর্ম।
- কার্বন সবচেয়ে বেশি আছে - অ্যানথ্রাসাইট কয়লায়।
- মাটির pH সাধারণত - ৪-৮।
- অক্সিজেন আবিষ্কার করেন - জোসেফ প্রিস্টলি; ১৭৭৪ সালে।
- স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব - 25 cm
- মানবদেহের রোধের পরিমাণ শুকনো অবস্থায় - 50,000 ന।
- প্রাণিজগতে উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স।
- বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা - জর্জ ল্যামেটার।
- কৃত্রিম জিন (জেনেটিক কোড) আবিষ্কার করেন - হরগোবিন্দ খোরানা।
- স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে গঠিত - স্নায়ুটিস্যু।
- রক্ত জমাট বাধার প্রক্রিয়াকে বলে - রক্ত তঞ্চন।
- উদ্ভিদের গৌণ উপাদান ৬টি - Zn, Mn, Mo, B, Cu ও Cl
- লসিকা বলতে - ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ ও হলুদ বর্ণের তরল পদার্থ।
- দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে - শ্বেত রক্তকণিকা।
- উচ্চ রক্তচাপের জন্য দায়ী - অ্যাড্রেনালিন গ্রন্থি।
- মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্বারা গঠিত - কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে - স্ট্রোক (Stroke)।
- কলায় পাওয়া যায় - লৌহ ও পটাশিয়াম।
- মাশরুম এক ধরনের - ফাঙ্গাস।
- উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান - ১০টি।
- ফল পাকার জন্য দায়ী - ইথিলিয়ন।
- বিলিরুবিন তৈরি হয় - প্লীহায়।
- ’শান্ত সমুদ্র’ (Sea of Tranquility) অবস্থিত - চন্দ্রে।
- আমিষ পরিপাক হয়ে পরিণত হয় - এমাইনো এসিডে।
- গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যকীয় টিকা - টিটি টিকা।
- ব্যাকটেরিয়া ধ্বংস বা তার বৃদ্ধি রহিত করতে পারে - এন্টিবায়োটিক।
- ব্লাড ক্যান্সার হলে - সাধারণত রক্তে শ্বেত কণিকা বৃদ্ধি পায়।
- আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয় - পাকস্থলীতে ।
- শর্করা (Carbohydrate) পরিপাকের ফলে উৎপন্ন হয় - গ্লুকোজ ও ফ্রুক্টোজ।
- মাছ শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন নেয় - পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে বলে - নিউরন।
- গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগকে বলে - একলাম্পশিয়া।
- যক্ষ্ণা প্রতিরোধী টিকার নাম - বিসিজি।
- নবজাতক শিশুর প্রথম টিকার কাজ করে - শাল দুধ।
- স্বাস্থ্য সেবার প্রতীক হলো - রংধনু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]