Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2237
৪১তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট - ০১: পার্ট ০১
বাংলা ভাষা ও সাহিত্য: ৩৫
ভাষা --------- ১৫
১ . ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো-
- ভাষার ইতিহাস বর্ণনা করা
২ . কোনটি শুদ্ধ বাক্য?
- রচনাটির উৎকর্ষ অনিবার্য
৩ . কোনটি সঠিক?
- ভাষা ব্যাকরণের অনুগামী
৪ . ‘Negotiation’- এর পারিভাষিক শব্দ-
- আলাপ-আলোচনা
৫ . কর্মধারয় সমাসের উদাহরণ-
- স্মৃতিসৌধ
৬. ‘ময়ূর’ শব্দটির সমার্থক -
- শিখী
৭ . ‘বিদিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- অজ্ঞাত
৮ . বাংলা যে পদের সন্ধি হয় না-
- অব্যয়
৯ . ‘দেশ’ -এর বিশেষণ কী?
- দ্বিষ্ট
১০ . ‘ডেঙ্গু’ কোন ভাষার শব্দ?
- স্পেনীয়
১১ . সরল বাক্যের উদাহরণ -
- সত্য কথা না বলে বিপদে পড়েছি
১২ . ‘ঈশ্বর’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় -
- √ঈশ্ + বর
১৩ . সার্ধশত জন্মবার্ষিকী - এখানে ‘সার্ধশত’ কোন ধরনের শব্দ?
- ক্রমবাচক
১৪ . ‘উপরি + উক্ত’ - এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
- উপর্যুক্ত
১৫ . বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয়?
- দুই

সাহিত্য (প্রাচীন ও মধ্যযগ) ---- ৫
১৬ . প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন ‘চর্যাপদ’- এর আদি বা মূলনাম কী?
- চর্যাচর্যবিনিশ্চয়
১৭ . মঙ্গলকাব্যের কোন চরিত্রটি ‘দেবতা বিরোধী’ বলে পরিচিত?
- চাঁদ সদাগর
১৮ . গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য ‘শূন্যপুরাণ’- এর রচয়িতা-
- রামাইপণ্ডিত
১৯ . বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি-
- ভারতচন্দ্র
২০ . কবিগানের আদিগুরু -
- গোঁজলা গুঁই

সাহিত্য(আধুনিক যুগ) ---------- ১৫
২১ . রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
- মনপুরা
২২ . শরৎচন্দ্রের কোন উপন্যাস ‘বিজয়া’ নামে নাট্যায়িত হয়?
- দত্তা
২৩. নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য?
- চাষাভুষার কাব্য
২৪ . মাইকেল মধুসূদন দত্ত ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির নামকরণ করেন যে প্রবচনটির অনুসরণে-
- বুড়োর ভীমরতি
২৫ . বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
- প্যারীচাঁদ মিত্র
২৬ . ‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র?
- সূর্য দীঘল বাড়ি
২৭ . ‘শর্মিলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের নায়িকা -
- দুইবোন
২৮ . ‘আত্নহত্যার অধিকার’ কার লেখা?
- মানিক বন্দ্যোপাধ্যায়
২৯ . অমর কথাশিল্পী নামে পরিচিত -
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩০ . “মানব-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।” উক্তিটি কার?
- কাজী নজরুল ইসলামের
৩১ . ‘অক্টোপাস’ উপন্যাসের লেখক কে?
- শামসুর রাহমান
৩২ . ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের পটভূমি কী?
- মুক্তিযুদ্ধ
৩৩ . ‘ঠাকুর’ পরিবারের আসল পদবি ছিল -
- কুশারী
৩৪ . ’নূরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা -
- সৈয়দ শামসুল হক
৩৫. ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অন্যতম স্থপতি-
- কাজী ইমদাদুল হক

English Language and Literature: 35
Part-1 Language ---- 20
৩৬ . ‘Oval’ is an adjective of --.
- egg

৩৭ . ‘People always remember patriots.’ -- The best passive form of this sentence is --.
- Patriots are always remembered by people
৩৮ . If Napoleon had not invaded Russia, he --- the rest of Europe.
- would have conquered
৩৯ . Shakespeare’s plays have been translated__
English __ many languages.
- from/into
৪০ . I prefer to talk to people face to face rather than to talk on the phone. The underlined phrase means:
- in person
৪১ . Hard labour --- health.
- tells upon
৪২ . He -- to ride bicycle.
- used
৪৩ . Choose the correct synonym of ‘interconnected’.
- interlinked
৪৪ . Which of the following words is misspelt?
- dinosour
৪৫ . I’ll write down the phone number --- I forget.
- in case
৪৬ . The noun form of the word ‘vary’ is --.
- variation
৪৭ . I --- before Mr. Rahman went to my office.
- had arrived
৪৮ . The speaker failed to make the audience -- to him patiently.
- listen
৪৯ . Nine thousand taka -- a good amount of money.
- is
৫০ . If he wants to play the violin, I--the piano for him.
- shall play
৫১ . Socrates was accused -- misleading the young section in Athens.
- of
৫২ . ‘Bon Voyage’ means:
- wishes you a good trip
৫৩ . Which sentence is correct?
- He is a perfect judge
৫৪ . The synonym of ‘conjugal’---.
- bridal
৫৫ . The correct spelling is:
- lying
Part-2: Literature-------- 15
৫৬ . A myth is --.
- a legend
৫৭ . Who is famous for the theory of ‘Objective Co-relative’?
- T. S Eliot
৫৮ . Which one is not a literary ornament?
- Similar
৫৯ . ‘Beowulf’ is --.
- an epic poem
৬০ . Hamlet, written in early 17th century, is as alive and --- today as it was nearly 400 years ago.
- appealing
৬১ . Who is the writer of ‘Justice’?
- H. W. Longfellow
৬২ . The character ‘Ferdinand’ was created by --.
- William Shakespeare
৬৩ . Macbeth is a/an --.
- play
৬৪ . Shakespeare’s ‘As You Like It’ is a ----.
- comedy
৬৫. “Child is the father of man.” is taken from the writings of ----.
- W. Wordsworth
৬৬ . Famous Irish poet and dramatist is ----.
- W. B. Yeats
৬৭ . John Keats died of ---.
- tuberculosis
৬৮ . ‘Debut’ means ---.
- first appearance
৬৯ . ‘Gerontion’ is a poem by --.
- T. S Eliot
৭০ . ‘To be or not to be’ is the beginning of a famous soliloquy from ---.
- Hamlet
বাংলাদেশ বিষয়াবলি -------- ৩০
৭১. বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে -
- ধান, পাট, শাপলা
৭২. বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট-
- ৪৬৬৩ দিন
৭৩ . বাংলাদেশ সংবিধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতি বিষয়ে উল্লেখ আছে-
- ২৩(ক)
৭৪ . প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যবহৃত কয়লা-
- বিদেশ থেকে আমদানি করা হবে
৭৫ . ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠিত হয় -
- ১৯৫৭ সালে
৭৬ . বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক আর্টিকেল রয়েছে-
- ১৮টি
৭৭ . ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়-
- ১৯২৩ সালে
৭৮ . চিত্রশিল্পী এস. এম. সুলতানের জন্মস্থান-
- নড়াইল
৭৯ . জাতীয় সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল পাস হয়-
- ৮ জুলাই, ২০১৮
৮০ . ‘জাতীয় পাটি দিবস’ -
- ৬ মার্চ
৮১ . ঐতিহাসিক রোজ গার্ডেন অবস্থিত -
- টিকাটুলী, ঢাকা
৮২ . সমতট জনপথ কোথায় অবস্থিত?
- কুমিল্লা অঞ্চলে
৮৩ . বর্তমান সরকারের ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট -
- ১০টি
৮৪ . বঙ্গবন্ধু’র দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ তাঁর কততম জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়?
- ৯৮তম
৮৫ . ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে সংবিধানের - ২৮ (২) অনুচ্ছেদে
৮৬ . অবৈধ অর্থের ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় -
- মানি লন্ডারিং প্রিভেনশন আইন
৮৭ . বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র কার্যালয় অবস্থিত-
- শাহাবাগ, ঢাকা
৮৮ . উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল হাসন রাজার জন্ম-
- ১৮৫৫ সালে
৮৯ . বাংলাদেশে কত বছরের ঊর্ধ্বের নাগরিকদের ‘সিনিয়র সিটিজন’ ঘোষণা করা হয়েছে?
- ষাটোর্ধ্ব
৯০ . শেখ মুজিবুর রহমান কোন কলেজেরর শিক্ষার্থী ছিলেন?
- ইসলামিয়া
৯১ . নির্বাচন কমিশনের মোট সংরক্ষিত প্রতীক কয়টি?
- ২১৩টি
৯২. অখণ্ড বাংলার স্বপ্নদ্রষ্টা ছিলেন -
- আবুল হাশিম
৯৩ . প্রথম বাংলাদেশি হিসেবে নাসায় নিয়োগ পেয়েছেন-
- মাহজাবীন হক
৯৪ . বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স অর্জন করে যে দেশ থেকে-
- সৌদি আরব
৯৫ . বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক-
- আবদুল গাফফার চৌধুরী
৯৬ . কোন জেলার প্রাচীন নাম ‘পালংকি’?
- কক্সবাজার
৯৭ . পদমর্যাদার ক্রমমান অনুসারে সংসদের বিরোধী দলীয় নেতার অবস্থান কততম?
- পঞ্চম
৯৮ . ডি-৮ সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হবে-
- ঢাকা, বাংলাদেশ
৯৯ . কত সাল থেকে রাষ্ট্রীয়ভাবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ দেয়া হয়?
- ১৯৭৭ সাল
১০০ . স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয়-
- ১২ মার্চ, ১৯৭২
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]