Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#2194
১৫১। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে তার বাহুর সংখ্যা কত?
- ৮
১৫২। গণিতের প্রতীক চিহ্ন কয়টি?
- ৪ টি
১৫৩। ১৫ মিটার দৈর্ঘ্য, ৭ মিটার প্রস্থ ও ৫ মিটার গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে?
- ৫২৫ ঘন মিটার
১৫৪। যত দাতা প্রত্যেকে ততো ১০ টাকা দেয়াতে মোট ২৫০ টাকা হলে দাতার সংখ্যা কত?
- ৫ জন
১৫৫। দুটি রাশির যোগফল ২৪২ এবং তাদের অনুপাত ৬:৫ হলে সংখ্যাদ্বয় কত?
- ১৩২ ও ১১০
১৫৬। একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. ও উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
- ৩ ঘন মিটার
১৫৭। একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ্য এবং ১১ মিটার প্রশস্থ মেঝে ২.২ মিটার লম্বা ও ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
- ৬০ টি
১৫৮। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
- ৮০০
১৫৯। প্রতিদিন কচুরিপানা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ৩০ দিনে পুকুরটি কচুরিপানায় ভর্তি হলে কত দিনে শেষ অর্ধাংশ ভর্তি হয়েছে?
- ১ দিনে
১৬০। দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সাথে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কি?
- ২৫,১৩
১৬১। চা পাতার মূল্য ২৫% কমলে পূর্বে যে চায়ের পাতার মূল্য প্রতি কেজি ৭২ টাকা ছিল, বর্তমানে সে চা পাতার মূল্য প্রতি কেজি কত?
- ৫৪ টাকা
১৬২। ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫:৬, এতে শতকরা কত লাভ হবে?
- ২০%
১৬৩। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ১৪১
১৬৪। ২+৪+৮+১৬+.......... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি ২৫৪ হলে, n এর মান কত?
- ৭
১৬৫। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৮৪০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৪০ মিটার হলে প্রস্থ কত?
- ২১ মিটার
১৬৬। ১ টন কত কেজির সমান?
- ১০০০ কেজি
১৬৮। বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা–
- অপেক্ষা বড় হবে
১৬৯। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
- ২৪ একক
১৭০। প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কিমি এরূপ নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি যেতে ৩ ঘণ্টা লেগেছে। ফিরে আসতে কত সময় লাগবে?
- ১১ ঘণ্টা
১৭১। ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ফেল করলে পাশের হার কত?
- ৭৫%
১৭২। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ক্রয়মূল্য কত?
- ৫০০০ টাকা
১৭৩। ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
- ১৯৫ টাকা
১৭৪। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
- ১২ টাকা
১৭৫। ১,৩,৬,১০,১৫,২১,............... ধারাটির দ্বাদশ পদ কত?
- ৭৮
১৭৬। ৫ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
- ৪৩ বছর
১৭৭। কোন গ্রামের লোকসংখ্যা ৩% বৃদ্ধি পেয়ে ২০৬০ জন হল। পূর্বে ঐ গ্রামের লোকসংখ্যা কত ছিল?
- ২০০০ জন
১৭৮। বৃত্তের একটি চাপের ওপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃতস্থ কোণের কত অংশ?
- দ্বিগুন
১৭৯। ১৮০° বা দুই সমকোণ বড় কিংবা ৩৬০° বা চার সমকোণ অপেক্ষা ছোট কোণ কে কি বলে?
- প্রবৃদ্ধ কোণ
১৮০। ১২০ টি ২৫ পয়সার মুদ্রা ও ১০ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে, ২৫ পয়সার মুদ্রার সংখ্যাব কত?
- ১০০ টি
১৮১। ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
- ৫ সেকেন্ড
১৮২। শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
- ৭ টাকা
১৮৩। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কি বলে?
- প্রকৃত ভগ্নাংশ
১৮৪। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
- ১২০
১৮৫। ৫+৮+১১+.............ধারার কোন পদ ৩৮৩?
- ১২৭
১৮৬। a–1/a = 5 √3 হলে, a²+1/a² = কত?
- 77
১৮৭। x²–7x+12 = কত?
- (x–4) (x–3)
১৮৮। m²+n² = 8 এবং mn =7 হল (m+n)² এর মান কত?
- 22
১৮৯। p+q+r = 0 হলে, p³+q³+r³ এর মান কত?
- 3pqr
১৯০। p+q = 5 এবং p–q = 3 হলে pq এর মান কত?
- 4
১৯১। 9a²+16b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
- 24ab
১৯২। m এর মান কত হলে, 4x²– mx+9 এ m এর মান কত?
- 12
১৯৩। একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
- 18
১৯৪। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ৯৬ মিটার
১৯৫। বৃত্তের কেন্দ্র হতে ২৪ মিটার দীর্ঘ জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধ্যের দৈর্ঘ কত হবে?
- ১৩ সেমি
১৯৬। একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
- ৫২৩.৬০ ঘণ ইঞ্চি
১৯৭। ১৬,২২,৩৪,৫৮,১০৬, ..........ধারাটির পরের পদ কত?
- ২০২
১৯৮। ৩ জন লোকের গড় ওজন ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের সর্বোচ্চ ওজন কত হবে?
- ৫৭ কেজি
১৯৯। শতকরা বার্ষিক ৫ টাকা হার মুনাফায় ৭৫০ টাকায় ৪ বছরের মুনাফা কত?
- ১৫০ টাকা
২০০। একটি গ্রামের বার্ষিক মৃত্যুর হার জনসংখ্যার ৪%। ঐ গ্রামের জনসংখ্যা ১২৫০ জন হলে বছরে কতজন মারা যায়?
- ৫০ জন

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]