Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2147
জেলি ফিশ ধরবে রোবট
জেলিফিশ ধরার জন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন এক ধরনের বিশেষ রোবট, যেটি সাগরতলে গিয়ে মানুষের হাতের মতো আলতো ছোঁয়ায় ধরবে জেলি ফিশ। জেলি ফিশের দেহের কোমলতার বিষয়টি মাথায় রেখে বিজ্ঞানীরা রোবটটিকেও অত্যন্ত নমনীয় করে তৈরি করেন। এর সাথে জুড়ে দেয়া হয় ছয়টি লম্বা সফট ফিঙ্গার, যেগুলো নড়াচড়া করে। সাগরতলে রোবটটি ছাড়া হলে সেটি জেলি ফিশের নাগাল পেলেই আলতোভাবে ধরে ফেলবে, এতে মাছের কোনো ক্ষতি হবে না। সহজে এবং অক্ষত অবস্থায় জেলি ফিশ ধরার লক্ষ্যে রোবটটি তৈরি করে নিনা সিনাত্রা নামের একজন যন্ত্র প্রকৌশলী ও তার সহকর্মীরা।
জেলি ফিশ নানা রঙের হয়- সাদা, লাল, সবুজ, হলুদ, নীল প্রভৃতি। এদের দেহ প্রোটিন দ্বারা নির্মিত। বিভিন্ন ধরনের সামুদ্রিক প্ল্যাঙ্কটন, মাছের ডিম ও লার্ভা এদের খাদ্য। চীন, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশের মানুষই জেলি ফিশ খেয়ে থাকে। তবে কিছু কিছু জেলি ফিশ অত্যন্ত বিষাক্ত হয়।

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]