Page 1 of 1

কেন হয়???

Posted: Tue Dec 10, 2019 8:39 pm
by shanta
কেন হয়???
• মানবদেহ বিদ্যুৎ পরিবাহী কেন?
- বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ। আমরা যে খনিজ পানি গ্রহণ করি তা বিদ্যুৎ পরিবাহী। মানুষের শরীরের এক বড় অংশই খনিজ ও ধাতব (বিদ্যুৎ পরিবাহী) উপাদান হওয়ায় মানবদেহ বিদ্যুৎ পরিবাহী।
• বৈদ্যুতিক তারে পাখি বসলে বিদ্যুতায়িত হয় না কেন?
- বিদ্যুতায়িত কোনো তার স্পর্শকালে কেউ কোনো পরিবাহীর (মাটি, পানি) সংস্পর্শে থাকলে শরীরের ভিতর দিয়ে বেশি থেকে কম ভোল্টেজের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু পাখি এক তারে বসলে অন্য তার বা বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু পাখি এক তারে বসলে অন্য তার বা বিদ্যুৎ পরিবাহককে স্পর্শ করে না বলে পাখি বিদ্যুতায়িত হয় না।
• বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি কেন?
- বাল্বের সরু তারের কুণ্ডলি বা ফিলামেন্টের মধ্য দিয়ে প্রবাহিত হলে তা খুব উত্তপ্ত হয় ও চারদিক আলোকিত করে। টাংস্টেন সর্বোচ্চ গলনাংকের ধাতু ও বেশি পীড়ন সহ্য ক্ষমতাসম্পন্ন হওয়ায় বাল্বকে অধিক টেকসই করতে এটি দিয়ে ফিলামেন্ট তৈরি করা হয়।