Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2103
১০ম বি সি এস (বাংলা) এর প্রশ্ন ও উত্তর

১. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে --
- পর্তুগিজ ভাষা হতে
২. শুদ্ধ বানান কোনটি?
- মুমূর্ষু
৩. শুদ্ধ বাক্য কোনটি?
- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ব্যাখ্যাঃ ‘অনাথ’ শব্দের স্ত্রীলিঙ্গ ‘অনাথা’। শব্দের শেষে ‘ঃ’ বসেনা, তাই দুর্বলতাবশতঃ এর শুদ্ধরূপ দুর্বলতাবশত।
৪. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
- শবদাহ
ব্যাখ্যাঃ তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ একত্র করলে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়।
শব পোড়া = শব (তৎসম শব্দ) + পোড়া (দেশী শব্দ);
মড়া দাহ = মড়া (দেশী শব্দ) + দাহ (তৎসম শব্দ);
শব দাহ = শব (তৎসম শব্দ) + দাহ (তৎসম শব্দ);
শব মড়া = শব (তৎসম শব্দ) + মড়া (দেশী শব্দ)।
অতএব খুব সহজেই বুঝা যাচ্ছে ‘শবদাহ’ গুরুচণ্ডালী দোষ মুক্ত।
৫. ‘কবর’ নাটকটির লেখক --
- মুনীর চৌধুরী
ব্যাখ্যাঃ ‘কবর’ নাটকের রচয়িতা নাট্যকার মুনীর চৌধুরী। বাহান্নর ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নাটকটি রচিত। পক্ষান্তরে ‘কবর’ কবিতার রচয়িতা জসীম উদ্দীন। কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
৬. ‘উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
- সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
প্রবচন - অর্থ
কারো পৌষমাস কারও সর্বনাশ - কারও সুদিন কারও দুর্দিন
চাল না চুলো, ঢেঁকী না কুলো - নিতান্ত গরীব
সাপও মরে লাঠিও না ভাঙ্গে - উভয়কূল রক্ষা
বোঝের উপর শাকের আঁটি - অতিরিক্তের অতিরিক্ত
৭. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ --
- রত্ন+আকর
৮. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় --
- ধাতু
ব্যাখ্যাঃ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু; যেমনঃ √কর্, √পড়ু। যে বর্ণসমষ্টি ধাতু বা প্রাতিপাদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার: কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। বাক্যস্থিত একটি পদের সাথে অন্য পদের অম্বয় সাধনের জন্য যে সকল অব্যয়যুক্ত হয়, তাকে বিভক্তি বলে। যেমনঃ এ, য়, তে।
৯. কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?
- পাকা পাকা আম
দ্বিরুক্ত শব্দ - নির্দেশক
উড়ু উড়ু - সামান্যতা
পাকা পাকা - বহুবচন
ছি ছি - ভাবের গভীরতা
নরম নরম - তীব্রতা

১০. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
১১. বাংলায় টি.এস. এলিটের কবিতার প্রথম অনুবাদক --
- রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম টি.এস.এলিয়টের একটি কবিতা বাংলায় অনুবাদ করেন। ফলে এদেশীয় কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে। পরবর্তীতে বুদ্ধদেব বসুও টি এস এলিয়েটের কবিতার অনুবাদ ‘এলিয়েটের কবিতা’ নামে প্রকাশ করেন।
১২. ’অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা --
- প্রলয়োল্লাস
ব্যাখ্যাঃ’অগ্নিবীণা’ নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। এতে মোট ১২ টি কবিতা রয়েছে।
• ’প্রলয়োল্লাস’ - কাব্যগ্রন্থের প্রথম কবিতা।
• ’বিদ্রোহী’ - কাব্যগ্রন্থের ২য় কবিতা।
• ’রক্তাম্বরধারিনী মা’ - এই কবিতার জন্য কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়।
১৩. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত--
- উপন্যাসের নাম
১৪. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
- মাথা খাটিয়ে কাজ করবে
ব্যাখ্যাঃ মাথা শব্দটি বিভিন্ন অর্থে প্রয়োগ-
মাথা নেই আবার মাথা ব্যথা (অবহেলা);
মাথা খাটিয়ে কাজ কর (বুদ্ধি);
তিনি সমাজের মাথা (মোড়ল);
লজ্জায় মাথা কাটা গেল (সম্মানহানী)।
১৫.কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- নিমরাজী
১৭. কোনটি তদ্ভব শব্দ?
- চাঁদ
১৮. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
- গিরিশ চন্দ্র সেন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    494 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1244 Views
    by sajib
    0 Replies 
    872 Views
    by kajol
    0 Replies 
    360 Views
    by tasnima
    0 Replies 
    488 Views
    by mousumi

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]