Page 1 of 1

উপমহাদেশের ছাপাখানার ইতিহাস

Posted: Wed Dec 04, 2019 10:10 am
by rafique
উপমহাদেশের ছাপাখানার ইতিহাস
• উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে গোয়ায়। (পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র)
• ১৭৭৮ খ্রিস্টাব্দে হুগলিতে চালর্স উইলকিন্স প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নক্শা তৈরি করেন। তার নির্দেশনা অনুযায়ী পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন।
• উইলিয়াম কেরি জোশুয়া মার্শম্যানের সহযোগে ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন এবং মিশনের মুদ্রণযন্ত্র স্থাপন করেন।
• ১৮৪৭ সালে রংপুরে ‘বার্তাবহ যন্ত্র’ নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এটিই বাংলাদেশে প্রথম ছাপাখানা।
• ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। ছাপাখানার নাম ছিল ‘বাংলা প্রেস’। ১৮৬০ সালে মুদ্রিত দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ।


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? [স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এলজিইডিতে সহকারী প্রকৌশলীঃ০৫]
- ১৪৯৮ সালে
২. বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে - [রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগঃ ০৮-০৯]
- ১৮০০ সালে
৩. শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য? [সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ ০৮]
- প্রথম বাংলা মুদ্রণ
৪. বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [স ও জ গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী, সিভিলঃ ০১]
- রংপুরে