Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By rana
#2082
ক্ষুদ্রতম চাঁদ
১৩ সেপ্টেম্বর ২০১৯ পূর্ণিমার রাতে অতিকায় চাঁদের পরিবর্তে আকাশে দেখা দিয়েছিল ক্ষুদ্রাকৃতির চাঁদ। ঐদিন চাঁদ অবস্থান করছিল পৃথিবী থেকে দূরবর্তী স্থানে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ২,৫১,৬৫৫ মাইল হলেই মাইক্রো ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮১৬ মাইল দূরে অবস্থান করছিল চাঁদ। বিজ্ঞানীদের মতে, মাইক্রোমুনের ক্ষেত্রে চাঁদ ১৪-৩০ শতাংশ পর্যন্ত ছোটো দেখায়। দীর্ঘ ১৩ বছর পর দেখা মিলেছে ক্ষুদ্র চাঁদের। এর আগে দেখা গিয়েছিল ২০০৬ সালের জানুয়ারি মাসে। পরবর্তীতে মাইক্রোমুন দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৩ সালের মে মাস পর্যন্ত। সে সময় চাঁদ আবার পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাবে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by rafique

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]