Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2079
’আধা মানব’ রোবট ফেদর’র ISS-এ সফল অবতরণ
যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডার একটি যৌথ প্রকল্প আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র (ISS)।
সেখানে নভোচারীদের সহযোগী হিসেবে কাজ করতে ও নিজের সক্ষমতা পরীক্ষার উদ্দেশ্যে দুই সপ্তাহের জন্য ‘আধা মানব’ (Humanoid) রোবট ফেদরকে পাঠায় রাশিয়া। ২২ আগস্ট ২০১৯ ISS’র উদ্দেশ্যে রওয়ানা দেয় ফেদর। ২৪ আগস্ট ২০১৯ ফেদরের ISS-এ অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা ব্যর্থ হয়। পরবর্তীতে ২৬ আগস্ট ২০১৯ দ্বিতীয়বারের চেষ্টায় ফেদর ISS-এ সফলভাবে অবতরণ করে।
এর আগে এফ-৮৫০ নামে মহাকাশকেন্দ্রে আরও একটি মানব-রোবট পাঠায় রাশিয়া। কিন্তু ফেদর হলো এ জাতীয় রোবটের মধ্যে প্রথম পূর্ণ আকৃতির রোবট। এটি হুবহু মানুষের চালচলন অনুকরণে সক্ষম। রূপালি গাত্রবর্ণের মানবাকৃতির এ রোবটের উচ্চতা পাঁচ ফুট ১১ ইঞ্চি এবং ওজন ১৬০ কেজি। ফেদরের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টও রয়েছে।

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]