Let's Discuss!

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2074
প্লাস্টিড বিষয়ক প্রশ্নোত্তর ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
উত্তরঃ প্লাস্টিড।
২. প্লাস্টিড কোথায় থাকে?
উত্তরঃ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। প্রাণিকোষ, ছত্রাক ও ব্যাকটেরিয়ায় প্লাস্টিড থাকে না।
৩. প্লাস্টিড কত প্রকার ও কি কি?
উত্তরঃ প্লাস্টিড দুই প্রকার। যথাঃ ক) লিউকোপ্লাস্ট খ) ক্রোমাটোপ্লাস্ট।
৪. লিউকোপ্লাস্ট কোথায় থাকে?
উত্তরঃ মূল, ভূমিম্নস্থ কান্ড যেসব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না, সেসব অঙ্গে লিউকোপ্লাস্ট থাকে।
৫. লিউকোপ্লাস্টের বর্ণ কি?
উত্তরঃ বর্ণহীন।
৬. লিউকোপ্লাস্টের কাজ কি?
উত্তরঃ খাদ্য সঞ্চয় করা।
৭. ক্রোমাটোপ্লাস্ট কত প্রকার ও কি কি?
উত্তরঃ ক্রোমাটোপ্লাস্ট দুই প্রকার। যথাঃ ক) ক্লোরোপ্লাস্টঃ সবুজ বর্ণের। খ) ক্রোমোপ্লাস্টঃ সবুজ ব্যতীত অন্যান্য বর্ণ।
৮. ক্লোরোপ্লাস্ট সবুজ কেন?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টের ভিতর সবুজ বর্ণকণিকা ক্লোরোফিল থাকে।
৯. ক্লোরোপ্লাস্টের কাজ কি?
উত্তরঃ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা।
১০. ক্লোরোফিল তৈরিতে কোন মৌল প্রয়োজন?
উত্তরঃ নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম।
১১. গাছের পাতা সবুজ কেন?
উত্তরঃ ক্লোরোফিলের জন্য।
১২. ছত্রাক অসবুজ কেন?
উত্তরঃ ক্লোরোফিল নেই বলে।
১২. কোন প্লাস্টিডের জন্য পাপড়ি, ফল, বীজ প্রভৃতি রঙিন হয়?
উত্তরঃ ক্রোমোপ্লাস্ট।
১৩. ফুলের বিভিন্ন বর্ণের জন্য দায়ী কে?
উত্তরঃ অ্যান্থোসায়ানিন নামক কর্ণকণিকা ফুলের লাল বর্ণ, বিটাসায়ানিন নামক বর্ণকণিকা লাল-বেগুনি বর্ণ, বিটাজেন্থিন নামক বর্ণকণিকা হলুদ বর্ণের জন্য দায়ী। এসব বর্ণকণিকার কোনটিই না থাকলে ফুলের বর্ণ সাদা হয়।
১৪. কাঁচা ফল সবুজ হলেও পাকলে তা বিভিন্ন বর্ণের হয় কেন?
উত্তরঃ ফলত্বক সাধারণত প্রথমে সবুজ থাকে কারণ এতে থাকে প্রচুর ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়াও এতে থাকে কম পরিমাণে ক্যারোটিন, জ্যান্থোফিল। ফল পাকতে শুরু করলে নতুন করে ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায়, এমনকি আগেরগুলোও নষ্ট হয়ে যায়। অন্যদিকে রঙিন ক্যারোটিন ও জ্যান্থোফিলের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে সবুজ রঙ পরিবর্তন হয়ে হলুদ (জ্যান্থোফিল বেশি হলে), কমলা (ক্যারোটিন বেশি হলে), লাল (লাইকোপিন বেশি হলে) ইত্যাদি বর্ণের হয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. প্লাস্টিড কোথায় থাকে - (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০৪)
- সাইটোপ্লাজমে।
২. সবুজ প্লাস্টিডের নাম - (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শকঃ০৪)
- ক্লোরোপ্লাষ্ট।
৩. কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে? (তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ০৬/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষকঃ০২)
- ক্রোমোপ্লাস্ট।
৪. অসবুজ উদ্ভিদ কোনটি? (সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠকঃ০৫)
- ছত্রাক।
৫. নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়? (পরিবেশ পরিদপ্তরের ফিল্ড ইনভেস্টিগেটর এবং রির্সাচ অ্যাসিস্টেন্টঃ০৬)
- ক্রোমোপ্লাস্ট।
৬. সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? ( তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসারঃ০৫)
- ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।
৭. ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/ পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শকঃ০৪/গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ০৩)
- জ্যান্থোফিল বেশি হলে।
Similar Topics
Topics Statistics Last post
0 Replies 
533 Views
by masum
Fri Dec 06, 2019 2:29 pm
0 Replies 
587 Views
by masum
Sun Dec 01, 2019 12:21 pm
0 Replies 
651 Views
by rana
Sat Dec 07, 2019 10:41 am
0 Replies 
1444 Views
by shihab
Fri Sep 06, 2019 3:30 pm
0 Replies 
571 Views
by apple
Tue Sep 24, 2019 3:46 pm

১. “আধ্যাত্বিকা” উপন্যাসের লেখক কে?- প[…]

Noun : শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Nou[…]

১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২) ব[…]

বাংলাঃ ১. আকাশ ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি? […]