Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2061
জীববিজ্ঞানের বিকাশ
১. ১৮১০ সালে জার্মানির হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেন।
২. অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের লিউয়েন হুক ১৬৮৩ সালে।
৩. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের লিউয়েন হুক।
৪. কোষ আবিষ্কার করেন যুক্তরাজ্যের রবার্ট হুক।
৫. যক্ষার জীবাণু আবিষ্কার করেন জার্মানির রবার্ট কচ ১৮৭৭ সালে।
৬. ডিপথেরিয়ার জীবাণু আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের সিজচিক ১৯১৩ সালে।
৭. ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী চার্লস ল্যাভেরন ১৮৮০ সালে।
৮. কলেরা জীবাণু আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী রবার্ট কচ ১৯৪০ সালে।
৯. জলাতঙ্ক প্রতিষেধক আবিষ্কার করেন ফ্রান্সের লুই পাস্তুর ১৮৮৫ সালে।
১০. পাস্তুরাইজেশনের আবিষ্কারক লুই পাস্তুর।
১১. পোলিও টীকা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের জোনাস সক ১৯৫৪ সালে।
১২. বসন্তের টীকা যুক্তরাজ্যের এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন ১৭৯৬ সালে।
১৩. ডিপথেরিয়ার টীকা আবিষ্কার করেন ভন ভেহরিং।
১৪. যক্ষ্ণার টীকা (BCG) আবিষ্কার করেন ক্যালসাট ও গুয়েচিন।
১৫. পেনিসিলিন/এন্টিবায়োটিক আবিষ্কার করেন যুক্ত রাজ্যের আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে।
১৬. বিবর্তনের সূত্র আবিষ্কার করেন যুক্তরাজ্যের চার্লস ডারউইন ১৮৫৯ সালে।
১৭. ক্রোমোজোম আবিষ্কার করেন স্টাসবুর্গার ১৮৭৫ সালে।
১৮. কৃত্রিম জীন আবিষ্কার করেন ভারতের হরগোবিন্দ খোরানা।
১৯. ডাবল হেলিক্স DNA আবিষ্কার করেন যুক্তরাজ্যের ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে।
২০. ব্লাড গ্রুপ আবিষ্কার করেন অস্ট্রিয়ার ল্যান্ড স্টেইনার ১৯০১ সালে।
২১. রক্ত সঞ্চালন প্রক্রিয়া যুক্তরাজ্যের উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]