Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
By rajib
#1891
অনেকেই Gerund এবং Present Participle এর মধ্যে
তালগোল পাকিয়ে ফেলেন। আমি দুইটার মধ্যে
সংক্ষেপে ও সহজে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করছি।
প্রথমেই এদের উৎপত্তি ও আচরণ জেনে নেই।
V1+ing=Gerund ( এটি আচরণ করে Noun এর মত/ Verbal
Noun)
For instance : Swimming is one of the best exercises.
এখানে Swimming শব্দটি Noun হিসেবে ব্যবহৃত
হয়েছে।
V1+ing= Present Participle (এটি আচরণ করে Adjective এর
মত/ Verbal Adjective)
For example : I saw a flying bird.
এখানে flying শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
Gerund ও Present Participle চিনার উপায়:
Gerund মূলত স্থির অবস্থা নির্দেশ করে।
যেমন: Swimming is one of the best exercises বাক্যটিতে
Swimming(সাতার কাটা, Verbal Noun) কথাটা
ব্যায়ামের অন্যতম প্রকার / ধরন বুঝাচ্ছে। এটা দ্বারা
সাতার কাটছি এমন বুঝাচ্ছে না বরং এটা শুধুমাত্র
সার্বজনীন কথা যে Swimming একটি অন্যতম
সর্বোত্তম ব্যায়াম।
অন্যদিকে Present Participle চলমান/ গতিশীল অবস্থা
নির্দেশ করে।
যেমন: I found Salam arguing with Sahel.
এখানে arguing (তর্করত, Verbal Adjective) শব্দটি
স্পষ্টতই চলমান অবস্থা নির্দেশ করছে।

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1621 Views
    by Abrar

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]