Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1764
১। Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email কবে আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google কত সালে আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube কত সালে আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেনমহিষের
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নামঅসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায় ১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ২৮ ফ্রেব্রু ২০১৩ ১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফ্রেব্রু:২০১৩
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট
২৯। সাইবার সিটি সিলেট
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর ,রংপুর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1228 Views
    by sajib
    0 Replies 
    1452 Views
    by rajib
    0 Replies 
    862 Views
    by kajol
    0 Replies 
    564 Views
    by shihab
    0 Replies 
    975 Views
    by masum

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]