Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1733
১। শব্দ ও ধাতুর মূলকে বলে?
বিভক্তি
ধাতু
প্রকৃতি★
কারক

২। বাংলা ব্যাঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
৬ টি★
৭টি
৯ টি
১০ টি

৩। কোন গুলো স্পর্শ ধ্বনি ?
ক-ফ
ট-য়
ক-ব
ক-ম★

৪। কোনটি শুদ্ধ?
দৈন্যতা
দীনতা##
দুরাবস্থা
দিঘী

৫। অপব্যায় এর 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যাবহৃত?
অপকর্ম ##
বৈপরিত্য
বিকৃতি
সামীপ্য

৬। সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়?
সৃষ্+টি
সৃশ্+ তি
সৃজ্+ তি##
স্রী + ষ্টি

৭। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ধীরে চল
ঘোড়া খুব দ্রুত চলে##
সে গুণবান
মেটে কলসী

৮। কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে?
কর্মপটু
কর্মনিষ্ঠ
কর্মতৎপর
ত্বরিৎকর্মা##

৯। তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
তণু+ ময়
তৎ+ ময়##
তনু + ময়
তদ্+ ময়

১০। 'প্রকৃষ্ট যে ভাত ' কোন সমাস?
নিত্য সমাস
কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস
প্রাদি সমাস##
অব্যয়ীভাব

১১। কোন বাক্যটি দ্বারা অনুভূতি ব্যাক্ত করা হয়েছে?
আমার মাথায় খুব আঘাত লেগেছে
আমার আজই পাচঁশত টাকা লাগবে
আমার খুব শীত লাগছে##
উপরের কোনটিই নয়

১২। কোনটি যোগরূঢ় শব্দ?
তামাটে
জলধর##
দাতা
পড়ুরা

১৩। বিশ বাঁও জলে বাগধারাটির অর্থ কি?
অতিশয় পন্ডিত
সাফল্যের অতীত##
নিরেট মূর্খ
সামান্য সম্পদ

১৪। কোনটি অভিশ্রুতি?
কবাট >কপাট
ধোবা> ধোপা
সকাল> সক্কাল
মাছুয়া > মেছো##

১৫। ধোপাকে কাপড় দাও। 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে চতুর্থী বিভক্তি
কর্মকারকে চতুর্থী বিভক্তি##
সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি।অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি

১৬। 'রাজলক্ষী' চরিত্রের স্রষ্ট্রা ঔপন্যাসিক?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ##
তারাশঙ্কর রায়
কৃষ্ণচন্দ্র মজুমদার

১৭। সততার পুরষ্কার গল্পের লেখক কে?
মুহাম্মদ শহীদুল্লাহ ##
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ লুতফর রহমান

১৮। সংশপ্তক ও সারেং বউ কোন জাতীয় গ্রন্থ?.
উপন্যাস ##
নাটক
রম্য রচনা
প্রবন্ধ

১৯। 'সত্য সুন্দর দাস ' কার ছদ্মনাম?
গোবিন্দচন্দ্র দাস
মোহিতলাল মজুমদার ##
জীবনানন্দ দাশ
দ্বিজেন্দ্রলাল রায়

২০।অ্যাডমস পীক কি?
পর্বত##
জাহাজ
প্রাসাদ
ভাস্কর্য

২১। ইরানে ইসলামী বিপ্লব হয়েছিলো কত সালে?
১৯৯২
১৯৭৯##
১৯৭৪
১৯৭৫

২২। বিশ্বের বৃহত্তম অস্র রপ্তানীকারক দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র ##
যুক্তরাজ্য
ফ্রান্স
জার্মানি

২৩। প্রফেসর মুহাম্মাদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি?
দরিদ্রহীন বিশ্বের অভিমুখে##
ভূমিহীন ও বিত্তহীনদের জন্য।জোবরা গ্রামের সাফল্য
রূপসী বাংলাদেশ

২৪। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যে বিমানটি নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ পালিয়ে আসতে চেয়েছিলেন সেই বিমানটির নাম কি?.
মিগ ২১
টি ৩৩##
এফ ৫
মিরেজ ৭

২৫। বাংলাদেশে বর্তমানে কয়টি ওয়াল্ড হেরিটেজ সাইট রয়েছে?.



৩##

২৬। মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত মুসলিম ব্রাদারহুডের স্থানীয় রাজনৈতিক সংগঠন হামাস এর প্রতিষ্ঠাতা কে?.
আব্দুল আজিজ রানতিসি
শেখ আহমদ ইয়াসিন##
মাহমুদ আব্বাস
ইসমাইল হানিয়া

২৭। ফরাসি বিপ্লবের সাথে কোন দুর্গটির নাম বিশেষভাবে জড়িত হয়ে আছে?
ফোর্ট উইলিয়াম দুর্গ
রিবেল দুর্গ
লাল কেল্লা দুর্গ
বাস্তিল দুর্গ##

২৮। আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সমপর্কে কি হয়??
ক: ভাগ্নে
খ: ভাই##
গ: মামা
ঘ: ভাতিজা

২৯। 'র‍্যাডক্লিপ লাইন ' কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি ফ্রান্স
ভারত - পাকিস্তান##
ভারত - চীন
উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া

৩০। "বানৌজা শেখ মুজিব" নৌঘাঁটি কোথায় অবস্থিত?
চট্টগ্রাম
পটুয়াখালী
ঢাকা##
মংলা

৩১। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
গড়াই
আত্রাই
করতোয়া##
মহানন্দা

৩২। বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৫০
১৯৫২##
১৯৬০
১৯৬৫

৩৩। বর্তমানে দেশে বীরঙনার সংখ্যা কত জন?
২৩৯
২৫৩
২৭১
২৭২##

৩৪। FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
কম্বোডিয়ার
যুক্তরাষ্ট্রের ##
ফ্রান্সের
মিয়ানমারের

৩৫। নিচের কোনটি পানিতে দ্রবণীয়?
কার্বন
সালফার
সোডিয়াম##
সিসা

৩৬। তোষা ৬ কোন ফসলের নাম?
উন্নত জাতের মরিচ
উন্নত জাতের পাট##
উন্নত জাতের ভুট্টা
উন্নত জাতের তরমুজ

৩৭। লিবিয়া এর মুদ্রার নাম কী?
ক) পাউন্ড
খ) দিরহাম
গ) রিয়েল
ঘ) দিনার##

৩৮। পঞ্চম কৃষিশুমারী কবে হবে?
২০১৯ সালের ডিসেম্বর মাসে
২০২১ সালের মে মাসে
২০১৯ সালের এপ্রিল মাসে##
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে

৩৯। সার্ক ফোয়ারা ভাস্কর্য টির ভাস্কর কে?
জয়নুল আবেদিন
রূপম রায়
নিতুন কুন্ড##
মৃনাল হক

৪০। হাইব্রিড বা আংশিক গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৬৭ তম
৯৭ তম
৮৮ তম ##
৪৫ তম

৪১।# What is done can not be undone.

ক)যা কিছু সব করা হইছে।
খ) যা হয়ে গিয়েশে তা আর ফিরিয়ে আনা যায় না।
গ) য হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে।##
ঘ) যা করা হয়েছে তা কি আর ফিরিয়ে আনতে পারবো।

৪২। ট্রেনটি ঢাকায় যাবে।

a) The train is going to Dhaka.
b) The train is bound for Dhaka.##
c)The train is leaving to Dhaka
d) The train will go to Dhaka.

৪৩। রানী ছবি আঁকে।

a)Rani draw a picture
b) Rani drew a picture
c) Rani drawing a picture
d) Rani draws a picture##

৪৪। নতুন করে শুরু কর।

a) Strat afresh
b)Start from the begining
c)Restart##
d)start now

৪৫। A --- in time saves nine.
a) stick
b)strict
c)stitch##
d)stich

৪৬। Choose the correct spelling-
a) questionere
b)questioneer
c)questionaire
d)questionnaire##

৪৭। spelling
a)leisure##
b)liesure
c)leasure
d)lesiure

৪৮। spelling-
a)tolerate##
b)tolarate
c)tolaret
d)tolerete

৪৯। "A Tale of Two Cities" refers to-

a) London and Paris##
b) London and Washington
c) London and Rome
d) London and Berlin

৫0। Who is the author of "The Origin of Species"?

a) c. darwin##
b) a. pope
c.) t. hardy
d)milton

৫১। Robert forest is a poet of-
a)usa##
b)England
c)Ireland
d) Scotland
৫২। Nasir lives -- honest man.

a) on
b) at
c)in
d)by##

৫৩। In spite of request he did not --
a) give in##
b)give out
c) give from
d)give off

৫৪। We all home thirst-- happiness

a) after
b)by
c) for##
d) upon

৫৫। The weather is -- gloomier today than it was yeasterday

a)more
b)more than
c)very
d)much##

৫৬। Have you ever-- England

a) been to
b) been on
c) went on
d)went to##

৫৭। Seeing is-
a) to belive
b)belived
c)beliving##
d)how to belive

৫৮। The antonym of the word-" Unique"-
a)popular##
b)common
c)distinctive

৫৯। Black and blue mesns-
a) mercifully
b) mercilessly##
c) sympthetically
d) hopefully

৬০। Erratic means-
a)irregular##
b)elevate
c) furnish
d)develop

৬১.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ।আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক.৫০ মিটার ##
খ.৬০ মিটার
গ.৩০ মিটার
ঘ.৪০ মিটার

৬২।কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
ক. সমদ্বিখন্ডক
খ.অতিভুজ
গ.লম্ব
ঘ.মধ্যমা ##

৬৩। 5x+ 3y =7,এবং 4x+5y=3 হলে,x ও y এর মান হবে যথাক্রমে-
ক.১,২
খ.২,-১##
গ.-১,২
ঘ.-২,১

৬৪.যদি a:b = 3:2 এবং b:c=7:6 হয়,তবে c:a কত?
ক.2:6
খ.2:7
গ.3:7
ঘ.4:7##

৬৫.(a-b),(a²-ab),(a²-b²) এর ল.সা.গু নিচের কোনটি?
ক.(a-b)
খ.a(a²-b²) ##
গ.a²-b
ঘ.a(a-b)

৬৬.একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি.,প্রস্থ ৬ মি.এবং উচ্চতা ৩ মি. হলে, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
ক.৮৪ ব.মি.##
খ.৮৮ ব.মি
গ.৮৬ ব.মি
ঘ.৯০ ব.মি

৬৭। .একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে,বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক.১২.৭২৫ বর্গফুট
খ.২৮.১২৫বর্গফুট ##
গ.৩৬.৫০ বর্গফুট
ঘ.৯.৩৭৫ বর্গফুট

৬৮। কোনো সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা 4 বেশি।সংখ্যাটি কত?
ক.15
খ.30##
গ.45
ঘ.60

৬৯.x-6=7x-48 কে সমাধান করলে x এর মান হবে-
ক.৩
খ.-৬
গ.৫
ঘ.৭##

৭০.অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে,ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে-
ক.৩০ ডিগ্রি ##
খ.৬০ডিগ্রি
গ.৯০ডিগ্রি
ঘ.১২০ডিগ্রি

৭১। কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
১৬
২৫
৩৬##


৭২। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১৬
১৫
১২##
২২

৭৩। কতকগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সেকেন্ড,, ১৫ সেকেন্ড,, ২০ সেকেন্ড পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
১ মি. ২০ সেকেন্ড
১ মি.৩০ সেকেন্ড
৩ মিনিট
৫ মিনিট##

৭৪। ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
১৫ লিটার
১৮ লিটার##
১২ লিটার
১০ লিটার

৭৫। ১০ বছর আগে ক এর বয়স ছিলো খ এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ঃ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
২০ বছর
২৫ বছর
৩৫ বছর##
৪৫ বছর

৭৬। দুই সন্তানের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে। মাতার বয়স কত?
২৮ বৎসর
৩০ বৎসর
৩১ বৎসর##
৩২ বৎসর

৭৭। কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলিবে?
১৫ দিন
২০ দিন##
২৪ দিন
২৮ দিন

৭৮। চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যাক্তি চালের ব্যাবহার এমনভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যাবহার শতকরা কত কমালেন?
১৬
১৮
২০##
২৫

৭৯। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার মধ্য দিয়ে কয়টি সমতল আঁকা যায়?
দুটি
তিনটি
একটি##
অনেকগুলো

৮০। প্রকৃত ভগ্নাংশের?
হর লব অপেক্ষা বড়##
হর ও লব সমান
হর লবের চেয়ে ছোট
কোনটিই নয়

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5623 Views
    by bdchakriDesk
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    820 Views
    by rajib
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]