Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8632
• উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত : পশ্চিম গোলার্ধ
• মধ্য আমেরিকার সুইজারল্যান্ড বলা হয় কোন দেশকে : কোস্টারিকাকে
• এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী : বেরিং প্রণালি
• উত্তর আমেরিকা মহাদেশে কয়টি দেশ আছে : ২৩টি
• ত্রিকোণাকার মহাদেশ : আমেরিকা
• মুক্তার দেশ বলা হয় কোন দেশকে : কিউবা
• উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে : পানামা খাল
• উত্তর আমেরিকার দীর্ঘতম নদী : মিসৌরি নদী
• ম্যাপল পাতার দেশ বলা হয় : কানাডা
• প্রাচীন মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল : মেক্সিকো
• উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতমালা : রকি পর্বতমালা
• পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
• ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত : নিউইয়র্ক
• উত্তর আমেরিকা আবিষ্কার করেন কে : ক্রিস্টোফার কলম্বাস
• উত্তর আমেরিকা আয়তনে বৃহত্তম দেশ : কানাডা
• উত্তর আমেরিকা জনসংখ্যায় বৃহত্তম দেশ : যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি : জর্জ ওয়াশিংটন
• উত্তর আমেরিকার বৃহত্তম হৃদ : সুপিরিয়র হ্রদ
• কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে : ১৯২০ সালে
• উত্তর আমেরিকার বৃহত্তম জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত
• উত্তর আমেরিকার উষ্ণতম স্থান : ডেথ ভ্যালি ( ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র)
• যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম : রেড ইন্ডিয়ান
• উত্তর আমেরিকার সবচেয়ে অধিক ঘনবসতিপূর্ণ দেশ : মেক্সিকো
• আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে : আব্রাহাম লিঙ্কন
• উত্তর আমেরিকার সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ : কানাডা
• গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত : যুক্তরাষ্ট্র
• পানামা খাল কোন দুই মহাসাগরকে সংযুক্ত করে : আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর
• ক্যারিবিয়ান সাগরের বৃহত্তম দ্বীপ : কিউবা
• উত্তর আমেরিকার কোন শহরটি ‘উইন্ডি সিটি’ নামে পরিচিত : শিকাগো
• বারমুডা ট্রায়াঙ্গল কোথায় অবস্থিত : উত্তর আটলান্টিক মহাসাগরে
• মায়া সভ্যতার পতন কোন শতাব্দীতে হয়েছিল : ৯ম শতাব্দী
• ক্রিস্টোফার কলম্বাস প্রথমবার কোন ক্যারিবিয়ান দ্বীপে অবতরণ করেন : বাহামা
• পানামা খাল নির্মাণ কখন শুরু হয়েছিল : ১৯০৪ সালে
• যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ কত বছর স্থায়ী ছিল : ৪ বছর (১৮৬১ থেকে ১৮৬৫ পর্যন্ত )
• নাফটা (NAFTA) কবে চালু হয়েছিল : ১৯৯৪ সালে
• উত্তর আমেরিকার সবচেয়ে বড় মরুভূমি : গ্রেট বেসিন মরুভূমি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    36512 Views
    by rana
    0 Replies 
    35781 Views
    by rana
    0 Replies 
    21448 Views
    by rana
    0 Replies 
    34519 Views
    by rana
    0 Replies 
    15448 Views
    by rajib

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]