Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8358
 হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।
 হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?-উঃ কুনলুন পর্বত।
 ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?-উঃ ভলগা।
 মারে ডার্লিং কোন দেশের নদী – উঃ অস্ট্রেলিয়া।
 টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?-উঃ ইরাক।
 টাইগ্রিস নদী পতিত হয়েছে?-উঃ পারস্য উপসাগরে।
 কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?-উঃ সিন্ধু।
 আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?-উঃ পামীর মালভূমি ।
 পৃথিবীর কোন নদীতে মাছ হয় না ?-উঃ জর্ডান।
 কায়রো কোন নদীর তীরে অবস্থিত?-উঃ নীল।
 বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?-উঃ Tigris
 ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?-উঃইরাবতি।
 পোল্যান্ডের রাজধানী ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত?-উঃ ভিশ্চ্যুলা।
 পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত?-উঃ’ জর্ডান।
 কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত?-উঃ জর্ডান।
 যেটি নদীর নাম নয়?-উঃ আল্পস।
 বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ কোনটি ?-উঃ চীন।
 বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ কোনটি?-উঃ চীন।
 বিশ্বের শীর্ষূ চাল রপ্তানিকারক দেশ কোনটি?-উঃ India
 পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়-উঃ চীনে।
 বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনকারী দেশ- যুক্তরাষ্ট্র।
 চা-এর আদিবাস – উঃ চীন।
 পৃথিবীতে চা উৎপাদনকারী প্রথম স্থান অধিকারী দেশ- চীন।
 এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় সমুদয়-চা।
 বিশ্বের প্রধান চা রপ্তানিকারক দেশ – কেনিয়া।
 পৃথিবীর অর্ধেক পাটি উৎপন্ন হয়- ভারতে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1374 Views
    by afsara
    0 Replies 
    1619 Views
    by afsara
    0 Replies 
    2235 Views
    by afsara
    0 Replies 
    2155 Views
    by afsara
    0 Replies 
    2024 Views
    by rafique

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]