Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8120
:( .১.বোতাম ,বালতি , আনারস , চাবি এসেছে – পর্তুগিজ ভাষা থেকে ।
২. দারোগা শব্দটি এসেছে – তুর্কি ভাষা থেকে।
৩. গিন্নী যে ধরনের শব্দ- অর্ধ-তৎসম।
৪. বেটাইম শব্দটি গঠিত হয়েছে- ফারসি ও ইংরেজি শব্দে।
৫. বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে –সংস্কৃত ভাষা থেকে।
৬. চানাচুর যে ভাষার শব্দ –হিন্দি।
৭. হেডমৌলতি যে যে ভাষার শব্দযোগে গঠিত – ইংরেজি + ফার্সি।
৮. ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে ভাগ করা হয়েছে- পাঁচটি ভাগে।
৯. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে- তৎসম শব্দ।
১০. দ্বিরুক্ত বলতে বোঝায় –দুবার উচ্চারিত ।
১১. বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান –এখানে টাপুর টুপুর –দ্বিরুক্ত শব্দ।
১২. যে দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে- পাকা পাকা আম।
১৩. শন শন –দ্বিরুক্ত শব্দ।
১৪. অনাবৃষ্টি শব্দ গঠনের ব্যবহৃত হয়েছে- বাংলা উপসর্গ।
১৫. অপ যে ধরনের উপসর্গ –সংস্কৃত ।
১৬. বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে- ২১টি।
১৭. অতি শব্দটি মূলত –উপসর্গ ।
১৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো – উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে।
১৯. লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-আরবি ভাষা থেকে।
২০. অচিন শব্দের অ উপসর্গটি ব্যবহৃত হয়েছে- অভাব।
২১. অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটির অর্থ –দু রকম।
২২.অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত – বিপরীত অর্থে।
২৩.নিমরাজী শব্দে ব্যবহৃত হয়েছে – বিদেশী উপসর্গ।
২৪. খাঁটি বাংলা উপসর্গ –অজ।
২৫. উপগ্রহে যুক্ত হয়েছে- উপসর্গ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    667 Views
    by shanta
    0 Replies 
    443 Views
    by masum
    0 Replies 
    420 Views
    by masum
    0 Replies 
    445 Views
    by raihan
    0 Replies 
    416 Views
    by rana

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]