Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8113
১.অপলাপ শব্দের অর্থ-অস্বীকার ।
২.বাক্যের ক্ষুদ্রতম একক –শব্দ।
৩. শব্দার্থ অনুসারে বাংলা ভঅষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- তিন ভাগে ।
৪. গোলাপ শব্দটি –মৌলিক শব্দ।
৫. আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে – পর্তুগিজ ভাষা হতে ।
৬. পর্তুগিজ ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে –ইস্পাত শব্দটি ।
৭. ঢোল –খাঁটি বাংলা শব্দ ।
৮. কুলা –দেশী শব্দ ।
৯.টোপর –দেশী শব্দ ।
১০. কেলিনু শৈবালে ভুলি কমল – কানন –এখানে কমল –কানন শব্দের ব্যঞ্জনার্থ--বাংলা ভাষা।
১১. এক বিা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে – শব্দ বলে ।
১২. অর্থবোধক ধ্বনিকে বলা হয় –শব্দ ।
১৩.খ্রিস্টাব্দ হচ্ছে – মিশ্র শব্দ ।
১৪. পঙ্কজ একটি –যোগরূঢ় শব্দ ।
১৫. ভবন একটি – তৎসম শব্দ ।
১৬. রিকশা শব্দটি যে ভাষা থেকে এসেছে – জাপানি ।
১৭. রেস্তোরা যে ভঅষার শব্দ –ফরাসি ।
১৮. পাউরুটি যে ভাষার শব্দ –পর্তুগিজ ।
১৯.পুলিশ শব্দটি এসেছে – ইংরেজি ভাষা থেকে ।
২০. জান্নাত ও বেহেশত শব্দ দুটি যথাক্রমে –আরবি ও ফারসি ভাষা থেকে এসেছে।
২১.চন্দ্র যে শব্দের উদাহরণ –তৎসম ।
২২. মা শব্দটি – তদ্ভব।
২৩. সুনামি শব্দটি এসেছে – জাপানি ভাষা থেকে ।
২৪. আঁতাত শব্দটি আগত – ফরাসি ভাষা থেকে ।
২৫. চৌ-হদ্দি শব্দটি যে যে ভাষার শব্দ মিলে হয়েছে- ফারসি+ আরবি ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    311 Views
    by shanta
    0 Replies 
    284 Views
    by masum
    0 Replies 
    287 Views
    by masum
    0 Replies 
    328 Views
    by raihan
    0 Replies 
    300 Views
    by rana
    Self Test

    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১.কৃত্রিম বুদ্ধিমত্তা প্[…]

    ১.ডেটা স্থানান্তরের হারকে বলে- ব্যান্ডউইথ। ২. কম্প[…]

    ২১.কোন বানানটি শুদ্ধ ?- উঃ খ. বিভীষিকা ২২. সমাস নি[…]