Get on Google Play

সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং সরকার মালিকানাধীন কোম্পানি সমূহ ইত্যাদি
#8022
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
১ম ১২ তলা সরকারি অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা
www.btc.gov.bd



বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে


০১পদের নাম ও জাতীয় বেতন স্কেল/২০১৫:সিস্টেম এনালিস্ট ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)
বয়স:৪০ বছর
পদের সংখ্যা:০১ (এক) টি
যোগ্যতা:(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
(খ) কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/ আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকরি;
(গ) কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ: এবং
(ঘ) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।


শর্তাবলী:
১। আবেদনের সাথে অবশ্যই পূর্ণ জীবন বৃত্তান্ত, যথা: নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপিসহ ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদনে উল্লেখ করতে হবে।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩। আবেদনপত্র সচিব, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর আগামী ৩০ জুন ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪। আবেদনপত্রের খামের উপরে পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও ডাক-ঠিকানা উল্লেখপূর্বক ১০.০০ (দশ) টাকা মূল্য মানের ডাকটিকেটসহ ৯.৫x৪.৫ ইঞ্চি বিশিষ্ট ফেরত খাম প্রেরণ করতে হবে।
৫। আবেদনকারীর বয়সসীমা ৩০ জুন ২০২৪ তারিখে ৪০ বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৬। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমণ বা দৈনিক ভাতা (টি.এ/ডি.এ) প্রদান করা হবে না।
৭। সিস্টেম এনালিস্ট পদে ইতোপূর্বে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
৮। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6787 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5856 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3941 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4246 Views
    by bdchakriDesk
    0 Replies 
    7659 Views
    by bdchakriDesk

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]