Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7937
০৯/০৫/২০২৪ তারিখের সংশোধিত বিজ্ঞপ্তি, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ইং এর পরিমার্জন অনুযায়ী মজলিশপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর- কড্ডা বাজার, ২০ নং ওয়ার্ড গাজীপুর মহানগর, সদর মেট্রো থানা, গাজীপুর এর জন্য শূন্যপদে
১। সহকারী প্রধান শিক্ষক ০১ জন, বিএডসহ স্মাতক, গ্রেড-০৮, শিক্ষকতায় ১০ বছরের অভিজ্ঞতা।

২। নিরাপত্তাকর্মী, আয়া, নৈশপ্রহরী, গ্রেড-২০, ৮ম শ্রেণী পাশ, বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর, প্রতিপদে ০১ (এক) জন করে আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ

০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সোনালী ব্যাংক, জয়দেবপুর শাখা, গাজীপুর অনুকূলে সহকারী প্রধান শিক্ষক ১০০০/- (এক হাজার) টাকা, অন্যান্য পদের জন্য ৫০০ (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফটসহ সভাপতি বরাবর সরাসরি/ ডাকযোগে আগামী ১৩/০৬/২০২৪ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে আবেদন করুন।
পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। -সভাপতি মোঃ আনোয়ারুল
ইসলাম- ০১৭১১৭৩০৭৪৭/ প্রধান শিক্ষক-০১৭২৫৯২৩৫৬১।

সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6468 Views
    by rajib
    0 Replies 
    4047 Views
    by rekha
    0 Replies 
    6253 Views
    by bdchakriDesk
    0 Replies 
    6043 Views
    by bdchakriDesk
    0 Replies 
    6254 Views
    by bdchakriDesk

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]