- Fri May 10, 2024 6:24 pm#7787
ঢাকার সন্নিকটে ঐত্যিবাহী মালখানগর কলেজ, মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ এর নিয়োগ বিধি মোতাবেক শূন্যপদে একজন অধ্যক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং রসায়ন বিষয়ে একজন করে ল্যাব সহকারি নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৩/০৬/২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি, গভর্নিং বডি বরাবর আবেদন করার জন্য আহ্বান করা হলো।
You do not have the required permissions to view the files attached to this post.