Get on Google Play

পরীক্ষার সুচি, ফলাফল, প্রবেশপত্র বিতরণ ইত্যাদি
#7739
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্পেশাল সিকিউরিটি ফোর্স কর্তৃক স্মারক নং ০৩.১৩.২৬৯০.৫৬৫.১১.০১১.২৩/১০৬০ তারিখ ২২ অক্টোবর ২০২৩ থ্িঃ এর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের নিম্নলিখিত রোল নম্বর অনুযায়ী সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর এর ব্যবহারিক পরীক্ষা (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর) অনুষ্ঠিত হবেঃ

রোল নম্বরঃ
12000005, 12000009, 12000011, 12000012, 12000019, 12000023, 12000024, 12000026, 12000029, 12000031, 12000032, 12000036, 12000037, 12000043, 12000060, 12000062, 12000066, 12000073, 12000075, 12000078, 12000090, 12000097, 12000110, 12000111, 12000149, 12000150, 12000153, 12000154, 12000158, 12000159, 12000160, 12000164, 12000165, 12000172, 12000173, 12000174, 12000192, 12000207, 12000212, 12000213, 12000214, 12000217, 12000219, 12000220, 12000224, 12000228, 12000230, 12000246, 12000251, 12000252, 12000257, 12000262, 12000274, 12000289, 12000300, 12000307, 12000316, 12000329

স্থান, সময় ও তারিখঃ

স্থানঃ স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রধামন্ত্রীর কার্যালয়, তেজগীও, ঢাকা-১২১৫ । (০৪ নং গেইট)।
সময়ঃ সকাল ৯.৩০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে।
তারিখঃ ৩১ মার্চ ২০২৪ইং ।

ব্রিঃ্দ্রঃ কর্তৃপক্ষ যে কোন সময় এই সময় সূচি বাতিল করার ক্ষমতা রাখে ।

সোর্সঃ দৈনিক ইত্তেফাক, তাং ২৪/০৩/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]